all in one
বর্তমানে ছাপা এবং অনলাইন মাধ্যমে প্রকাশিত বইগুলোর অধিকাংশেরই স্বত্ব থাকে প্রকাশক অথবা লেখকের। এত দিন কেবল উন্নত দেশগুলোতেই এসব লাইসেন্স ব্যবহৃত হলেও আমাদের দেশের লেখকরাও ইদানীং এ লাইসেন্সে বই প্রকাশে উদ্যোগী হচ্ছেন। আমাদের দেশে কপিরাইট লাইসেন্সে নতুন এ অতিথির নাম 'ক্রিয়েটিভ কমন্স'। বাংলায় যেটিকে বলা হচ্ছে 'সৃজনী সাধারণ'।
আমাদের দেশে বর্তমানে কয়েকজন লেখক এ লাইসেন্সের অধীনে বই প্রকাশ শুরু করেছেন।
বাংলাদেশে সৃজনী সাধারণের অধীনে প্রথম বই প্রকাশ করেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। তাঁর পথ ধরেই মূলত এগিয়ে এসেছেন আরো কয়েকজন লেখক। এবারের বইমেলায় তামিম শাহরিয়ার সুবিনের 'কম্পিউটার প্রোগ্রামিং' নামের বই প্রকাশ হবে এ ধারাতেই। তামিম শাহরিয়ার সুবিন জানান, এ লাইসেন্সে বইটি প্রকাশ করার ফলে যে কেউ এটি অনলাইনে প্রকাশ এবং পুনঃমুদ্রণ করতে পারবেন। এতে সহজে সবাই এ বই পড়তে পারবেন।
জনপ্রিয় লেখক জাফর ইকবালের সব বইয়ের স্বত্ব তাঁর নিজের হলেও তাঁর সব বই নিজেই অনলাইনে (http://www.mzibooks.org) প্রকাশ করে দিয়েছেন। যে কেউ বিনা মূল্যে সেখান থেকে জাফর ইকবালের সব বই ডাউনলোড এবং প্রকাশ করতে পারবেন।
'সৃজনী সাধারণ' লাইসেন্স এবং বাংলাদেশ
ধরুন, ব্যক্তিগত প্রয়োজনে একটি বইয়ের কয়েক পৃষ্ঠা আপনার পড়তে হবে। আপনি হয়তো খরচ বাঁচানোর জন্য বইয়ের নির্দিষ্ট অংশ ফটোকপি করতে চাইবেন। কিন্তু কপিরাইট আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ! লেখকের অনুমতি ছাড়া কোনো অংশ কপি করা বা পুনঃমুদ্রণ করা যাবে না।
শুধু এই একটি ক্ষেত্রেই নয়, প্রয়োজনীয় নানা ক্ষেত্রেই সাধারণ কপিরাইট আইন সহজেই বই পড়তে ঝামেলার সৃষ্টি করে। বই পড়তে গেলে যদি কিনেই পড়তে হয় তাহলে কি ব্যক্তিগত ব্যবহারের কোনো উপায় থাকবে না? কপিরাইটের জালে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকবে? এই পরিস্থিতিতে ২০০২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক লরেন্স লেসিং কপিরাইট বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন। তিনি 'ক্রিয়েটিভ কমন্স' নামে একটি লাইসেন্সের খসড়া তৈরি করেন, যা ব্যবহার করে স্বত্বাধিকারী তাঁর সৃজনশীল ছবি, লেখা, গান, ই-বুক প্রভৃতির ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই সঙ্গে কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহারকারীদের উন্মুক্ত ব্যবহারের অধিকার নিশ্চিত করতে পারবেন।
সৃজনী সাধারণ-by
ক্রিয়েটিভ কমন্সের এ লাইসেন্সের অধীনে প্রকাশিত বইগুলো মূল স্বত্বাধিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক বা অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন কিংবা পরিমার্জন সম্ভব এ লাইসেন্সের অধীনে প্রকাশিত বইগুলোর।
সৃজনী সাধারণ-by-nc
মূল স্বত্বাধিকারী বা সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবাণিজ্যিক যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে এবং দরকারে সুবিধাজনকভাবে পরিবর্তন ও পরিমার্জন সম্ভব এ লাইসেন্সের অধীনে প্রকাশিত বইগুলো।
সৃজনী সাধারণ-by-nd
মূল স্বত্বাধিকারী বা সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক কিংবা অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য তবে কোনোরূপ পরিবর্তন ও পরিমার্জন করা যাবে না।
সৃজনী সাধারণ-by-sa
মূল স্বত্বাধিকারী বা সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক ও অবাণিজ্যিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন ও পরিমার্জন সম্ভব।
সৃজনী সাধারণ -by-nc-nd
মূল স্বত্বাধিকারী বা সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোনো অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন পরিমার্জন অনুমোদিত নয়।
সৃজনী সাধারণ-by-nc-sa
মূল স্বত্বাধিকারী বা সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোনো অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। সুবিধাজনকভাবে পরিবর্তন ও পরিমার্জনও সম্ভব এ লাইসেন্সের অধীনে প্রকাশিত বইগুলোর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।