আমাদের কথা খুঁজে নিন

   

মিশর - মোবারকের পদত্যাগ - আমার ক্ষুদ্র অনুভূতি



এতোদিন এই খবরগুলো অনলাইন পত্রিকা আর নিউজ সাইটগুলো থেকে জেনে আসছিলাম। আজ একুশে বই মেলা থেকে ফেরার পথে বাসে বসে কী মনে করে মোবাইলে বিবিসি নিউজ টিউন করলাম। তখন শুনলাম মোবারক ক্ষমতা ছেড়ে দিয়েছে! আমি মিশরের কোন নাগরিক নই, মিশরের স্বৈরতন্ত্র আমাকে একজন মিশরীও নাগরিকের মতোন ভাবিত করে না তুললেও মুক্তিকামী মানুষ হিসেবে আমি আরো শতসহশ্র মানুষের মতোই আশঙ্কাগ্রস্ত ছিলাম। বিবিসি নিউজের একজন করেস্পন্ডেন্ট তাহরীর স্কয়ার থেকে সরাসরি সম্প্রচারের সময় বলছিলেন- "আমি এই অভাবনীয় পরিস্থিতি নিয়ে কিছু বলার আগে শুধু এই জনতাকে দুই তিন সেকেন্ড শুনুন" তারপর আমি শুনতে পাচ্ছিলাম হাজার হাজার মানুষের গর্জন; আনন্দের-বিজয়ের-আত্মবিশ্বাসের গর্জন! সারা শরীরে যেনো নতুন একটা শক্তি অনুভূত হচ্ছিলো আমার; নিজেকে ঐ সহশ্র মানুষের একজন মনে হচ্ছিলো! বারবার উত্তেজিত কন্ঠে পার্শ্ববর্তী বন্ধুদের বলছিলাম এই খবর! ভেতরে ভেতরে গর্জন অনুভব করছিলাম প্রতি মুহুর্তে! বারবার একটাই কথা ফিরে ফিরে আসছিলো আমার ভেতর- ইনকিলাব জিন্দাবাদ, Long live revolution!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।