আমাদের কথা খুঁজে নিন

   

অর্থ সাহায্য চেয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

টুকলিফাই মারাই আমাদের কাজ, চুরা ছেঁচা দেয়াই আমাদের লক্ষ্য।

মামলার খরচ চালানোর জন্য অর্থ সাহায্য চেয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ইন্টারনেটে সামাজিক যোগাযোগভিত্তিক ওয়েবসাইট ফেইসবুকে একটি পেইজ খুলে এ আবেদন জানিয়েছেন তিনি। গত শুক্রবার বিকেল পর্যন্ত ওই সাইট থেকে প্রায় পাঁচ হাজার ৭০০ ডলার সাহায্যও পেয়েছেন তিনি। জুলিয়ান অ্যাসাঞ্জের একটি ছবি, নিচে লেখা 'আপনাদের সাহায্যের প্রয়োজন আমার, দয়া করে দিন'_এই দিয়ে সাজানো হয়েছে পেজটি।

একটি ব্যাংক হিসাব নম্বর এবং ইন্টারনেটভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পেপালের একটি লিংক দেওয়া হয়েছে তাতে। ফলে যে কেউ সরাসরি টাকা পাঠাতে পারবে অ্যাসাঞ্জের তহবিলে। লন্ডনের আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান 'স্টিফেন্স ইনোসেন্ট' ফেইসবুকের মাধ্যমে তহবিল গঠনের ব্যাপারে সাহায্য করেছে। অ্যাসাঞ্জের আইনি প্রক্রিয়া শেষে টাকা বেঁচে গেলে, তথ্যের স্বাধীনতার বিষয়ে সাহায্যরত কোনো দাতব্য প্রতিষ্ঠানকে তা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক ব্যবহারকারী অনেকেই অ্যাসাঞ্জকে সমর্থনের কথাও জানিয়েছেন পেইজটিতে।

এদিকে, অ্যাসাঞ্জকে লন্ডন থেকে সুইডেনের কাছে হস্তান্তরের ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে আগামীকাল সোমবার। যৌন নিপীড়নের অভিযোগে অ্যাসাঞ্জকে সুইডেনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চলছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সূত্র : সিএনএন। উল্লেখ্য পৃথিবীর একমাত্র বাংলাদেশ থেকে কেউ চাইলেও সাহায্য করতে পারবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।