আমি তখন ৮ম শ্রেনীতে পড়ি মাত্র। আমার বাবা আমার পড়াশুনার ব্যপারে ছিল অনেক সচেতন। তাইতো তিনি আমাকে পড়াশুনায় টাকা দিতে কোন কার্পূতা করতেন না। আমি ইংরেজী অংক বছরের সবসময় প্রাইভেট পড়তাম। আমি যার কাছে ইংরেজী পড়তাম তিনি আমাকে অনেক আদর করতেন।
আমি যখন প্রাইভেট পড়তে যেতাম তখন তিনি আমাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে বলত তানভীর যাও তো এই বাজারগুলো করে নিয় আসো তো। আমার শরীরটা বেশী ভাল লাগছে না। আমি ইংরেজীতে ছিলাম কাঁচা তাই বাধ্য হয়ে বাজার করতে গেলাম গিয়ে বাজারও করলাম হিসাব করে দেখি দশ টাকার বেশী বাজার করেছি। আমি আমার পকেট থেকে দশ টাকা দিয়ে স্যারের জন্য বাজার করে নিয়ে আসতেই স্যার বলল তানভীর তুমি তো কম টাকায় বাজার করতে পার। আমি আর ঐ দশ টাকা চাওয়ার সাহস পেলাম না আমি বাসায় চলে গেলাম।
এভাবে প্রায় সময়ই আমি স্যারের বাজার করে দিতাম এবং সবসময়ই আমার পকেট থেকে টাকা দিয়ে বাজার করতে হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।