অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!
গতকাল বিকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের কতিপয় কর্মচারী কর্তৃক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও তার স্ত্রী অপমানিত------
স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে এস. এম. নাজমুল হক নামের শিক্ষক ২ টি ট্রেনের সময়সূচী জানতে চাইলে দায়িত্বে নিয়োজিত কর্মচারী তার সঙ্গে রূঢ় আচরন করেন।
তিনি(শিক্ষক) এর প্রতিবাদ করলে ঐ কর্মচারী তঁার কলার চেপে ধরে ও তার স্ত্রীর সাথেও অশালীন আচরন করে।
এ ব্যপারে স্টেশন মাষ্টারকে জানানো হলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে বরঞ্চ শিক্ষককে বলেন--(যা পারেন করেন)
ঘটনা জানতে পেরে রুয়েটের কিছু ছাত্র স্টেশনে গেলে ঐ দুই কর্মচারী স্থানীয় বখাটেদের সাথে নিয়ে ছাত্রদের ধাওয়া করে ।
পরে ঘটনার বিচার দাবীতে রুয়েটের সর্বস্তরের ছাত্ররা মিলে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে।
রাজশাহী জেলা প্রসাশক ও রেলওয়ের জি.এম. ঘটনাস্থলে এসে চাত্রদের শান্ত করেন ও দোষীদের চাকরি থেকে বরখাস্ত করার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা পূনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেন ।
এখন প্রিয় পাঠক--- প্রশ্ন হল-------
একটি জাতির মূল্যবোধ কোথায় গিয়ে পৌঁছলে --
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।