আমাদের কথা খুঁজে নিন

   

একজন শিক্ষকের আত্মসমালোচনা



আমরা খুব বেশি democracy চর্চা করি যে আমাদের মাঠে ঘাটে সব জায়গাতে democracy। তাইতো আমাদের চারদিকে democracy। পশ্চিমা দেশগুলোর নেতাদের আমাদের দেশে আসা উচিত democracy চর্চা শিখার জন্য। যে দেশের মাঠে ঘাটে সব জায়গাতে democracy আর democracy। আছে সাদা দল আর নীল দল যেখানে দেশের অশিক্ষিত থেকে শিক্ষিত সবাই হুমড়ি খেয়ে পরে তাদের বিবেক আর মুল্যবোধ কে বির্সজন দিয়ে।

তাই মাঝে মাঝে মনে হয় আমরা সবাই democracy দালাল। যেখানে নেতারা আমাদের চালক যাদের কেউ কেউ (Class five) গন্ডি পে্রুতে পারেনি. বিচিএ আমার দেশ। আরো বেশি বিচিএ আমাদের শিখিত সমাজ যারা সব জেনেও সাদা আর নীল দল করে। যাদের নৈতিক দায়িত্ব ছিল democracy(Politician) মার প্যচ থেকে সাধারন নাগরিকদের সচেতন করে দেশকে এগিয়ে নেবার কিন্ত তারাই দলে বিভক্ত হয়ে সাধারন নাগরিকদের বিভক্ত করছে। তাদের সবাই জানে কোনটা ভাল আর কোনটা মন্দ ।

কিন্ত ওই যে দল আর গনতন্ত পরিশেষে সার্থ. যতদিন আমরা এখান বের হতে না পারবো ততদিন আমরা কোন ভাল কিছ আমরা করতে পারবো না। যে দল ই ক্ষমতায় থাকুক না কেন আমাদের ভাল হবে না। কারন তারা জানে আমাদের অন্ধভক্তি দলের প্রতি। তাই তরা (রাজনীতিবিদরা)সব সময় সুযোগ টা নিবে যদি আমরা পরিবর্তিত না হই(সাধারন জনগণ).আমাদের দল থেকে বের হয়ে আসতে হবে। স্বধীনতার কত বছর হয়ে গেল কী পেলাম আমরা তাদের (দল )কাছ থেকে।

তাই আমার আহবান আসুন আমরা সবাই বদলাই নিজেকে এবং বদলাই আমাদের গণতন্ত টা কে । যেই গণতন্তের মাধ্যমে আমরা কিছু করতে পারবো দেশের জন্য । আর শুধু দল বাজি নয়। আর যদি এই গণতন্ত কিছু না ই দিতে পারে তবে ছুরে ফেলে দেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.