আমাদের কথা খুঁজে নিন

   

মিশর থেকে পালিয়ে গেছেন হোসনি মুবারক



১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান) : মিশর থেকে পালিয়ে গেছেন স্বৈরশাসক হোসনি মুবারক। টানা ১৭ দিনের প্রচণ্ড গণআন্দোলনের মুখে তিনি আজ পালিয়ে গেছেন বলে মিশরের প্রেসিডেন্ট ভবনের একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি খবর দিয়েছে। আজ রাতে হোসনি মুবারক যে ভাষণ দেবেন তা আগে রেকর্ড করা বলে নিশ্চিত করেছে ওই সূত্রটি। মিশরের প্রধান বিরোধীদল মুসলিম ব্রাদারহুডের ওয়েবসাইটেও এ খবর দেয়া হয়েছে। এর আগে খবর ছড়িয়ে পড়েছিল মুবারক আজই পদত্যাগ করবেন।

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-ও বলেছে যে, আজই মুবারকের পদত্যাগের সম্ভাবনা রয়েছে। এ দিকে, মুবারকের আনুষ্ঠানিক বিদায়ের পর মিশরের ক্ষমতা ভাইস প্রেসিডেন্ট জেনারেল ওমর সুলায়মান গ্রহণ করতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে, আজ বিকেলে দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদের যে বৈঠক হয়েছে তাতে উপস্থিত ছিলেন না সুলায়মান। সেনাবাহিনীও এক বিবৃতিতে বলেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণ করবে। সেনাবাহিনীর এ ঘোষণাকে মিশরের রাজধানী কায়রোর তাহরির চত্বরে সমবেত লাখ লাখ মানুষ নানা শ্লোগান ও পতাকা উড়িয়ে স্বাগত জানান।

আল জাজিরা টেলিভিশন খবর দিচ্ছে, এরইমধ্যে হোসনি মুবারক সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। তবে, সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে কি না তা এখনও স্পষ্ট নয়। # Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।