আমাদের কথা খুঁজে নিন

   

ঘুনপোকার সাম্রাজ্যে

সামুদ্রিক বিভ্রম

প্রতিদিন রোদ এসে নিয়ে যায় সব শীতলতা। আঘাত পাই দারুণ কাতর শীতানুভূতি আমার। কাঠফুলের গন্ধে এবার সকাল হবে। ঘুনপোকার সাম্রাজ্যে কুমারীর পৃথিবী প্রিয় আর শুষ্ক লাগে- আমি শীতনিদ্রায় যেতে যেতে অভিনয় শিখে নিই গ্রামের আনন্দ হলো জোর করে চুমু খাওয়া- গাছ কাটা, কুকুরের জন্য পাতে এক মুষ্ঠি ভাত রেখে দেওয়া- শীতনিদ্রায় চলে যাওয়া পথে বেজিসাপের লেজের পশমী নীরবতা; বৃক্ষ ও গুল্ম, আমি কার্বন ও অক্সিজেন এক সাথে ভালোবাসি- দূরে, আরো দূরে এক সুবিশাল কুকুরের দেশ- ঘেউ ঘেউ সংগীতে মুখর ও মুখরা আমি সে দেশে পাইকারি দরে কাঠফুল আর আনুগত্য বেচে ঘুনপোকার নিত্যতায় লোকসান জমা রাখি অনুভূতি যন্ত্রে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।