- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
০৩:১৭
বেশ একটা সময় পর
সাদা কাগজে লিখছি
যান্ত্রিক পৃষ্ঠপোষকতা ছেড়ে
কলমের কালিতে মনের কথাঃ
বহুদিন পেরিয়ে আজ আবার
হৃদয়ে শূন্যতা
এক হাহাকার
কাঙালপনা আকঁড়ে ধরেছে
ভালোলাগায় বুঁদ হয়ে আছি
অশ্রু এলে অনিন্দ্য লাগতো!
পলকে চোখ মুঁদে যায় নিবিড়ধ্যানে
জানা নেই কোথায় আমার বর্তমান-
স্বীকার করি একদিন ভালোবাসবো
মৃদু হাসবো কাউকে ভেবে আনমনে
কখনো বা ছুঁয়ে দেবো পরম মমতায়
অতীতের নিস্পৃহতার কাল হার মেনেছে
ভবিষ্যতের হাতছানিতে জাগরণের সুর,
অথচ নিজেকেই খুঁজে পাই না মহাকালে
বিশালতার মাঝে কে যেন আগলে রাখে
অশেষ কৃতজ্ঞতায় নত হই প্রভুর কাছে।
আর ক্ষমা চেয়ে নিই যাদের কষ্ট দিয়েছি
এখন আমি অচেনা তার কথা ভেবে যাই...
কথা ফুরায় না, কালিও ঢের রয়েছে বাকি
শুধু পৃষ্ঠা ভরে ওঠে সময়-প্রবাহের তোড়ে
জানো না পাতা উল্টালেই ভাষা বদলায়!!
ভাবনা এখানেই থমকে যায়, সব হারায়
শেষ লাইনে দেখি অপর পৃষ্ঠায় উল্টোছাপ।।
০৩:৩৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।