আমাদের কথা খুঁজে নিন

   

সাদামাটা পাপ-গান: লাশ পড়ে রয় ঘুনপোকার.......

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

........ ........ একলা চলছি পথের শেষে মোড় ঘুরে আর আসবো না নগ্ন চোখে অবিশ্বাসি তোমাকে আর দেখবো না। বৃষ্টি গুলো যাক না ঝরে কষ্ট গুলো তেমনি করে পিছু ফিরে আর ডাকবো না। দূর দিগন্তে বৃষ্টি নামে শূণ্যতার নীল খামে এখানে লাশ পড়ে রয় ঘুনপোকার...... চোখের ভেতর রোদের ছায়া ইচ্ছে করেই ভুল নিবাস যন্ত্র মানব খাঁচার শরীর স্বপ্ন গুলো মেঘের দাস। আমি তোমার ভুলের ঘরে আঁধার গুলো মুঠোয় ভরে ফিরে কভু আসবো না। দূর দিগন্তে বৃষ্টি নামে শূণ্যতার নীল খামে এখানে লাশ পড়ে রয় ঘুনপোকার..... আকাশ নামুক পথের পাশে রাত জোনাকীর ঘুম বিলাস বুকের ভেতর জমে থাকে পাথর চাপা মৃত ঘাস। ঘাসফড়িঙের দলে আমি বেঁচে থাকার এ পাগলামি তোমায় নিয়ে আর ভাববো না। দূর দিগন্তে বৃষ্টি নামে শূণ্যতার নীল খামে এখানে লাশ পড়ে রয় ঘুনপোকার..... ........ ........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।