ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
{না পড়লে ব্যাপক বিনোদন মিস করবেন }
বর্তমানে আমি এত অলস হয়েছি , যে রাত ৪ টাই ঘুমাতে যায় আর সকাল ১২ টাই ঘুম থেকে উঠি .. এই জন্য সবাই আমার ভবিষ্যত অন্ধকার দ্যাখে
কিন্তু আমি তো দেখি আমার ভবিষ্যত একদম ফকফকা
আমার লাইফে উন্নতির ল্যাম্প কেরোসিন তেলের মাধ্যমে পলতে সহকারে দাউ দাউ করে জ্বলছে ।
আমি না হয় ভুল করে একটু প্রেম/ভালবাসা করতে গিয়ে লেখাপড়া খারাপ করে ফেলেছি ... ... তাই বলে কি আমি ফুরিয়ে গিয়েছি ..
আমি ফুরিয়ে যায় নি এখনও .....
আশরাফুলের মত আমারও অনেক বেস্ট ইনিংস , বেস্ট সট স্মৃতির জাদুঘরের বারান্দায় পড়ে আছে
বিবিএ ভর্তি হতে চেয়েছিলাম এইচ.এস.সি পাস দেওয়ার পর .. কিন্তু তারা আমার সব প্লানে ছাই ঢেলে দিয়ে অবশেষে ভর্তি করে দিলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাশ নেওয়ার জন্য ।
তাই রাগ করে ঠিক মত ক্লাস না করে ক্যাম্পাসে না গিয়ে বাসায় শুয়ে বসে কাটাতে লাগলাম ।
কিন্তু এভাবে আর কত দিন ,, তাই বসে বসে কবিতা লেখা শুরু করলাম ; খুবই কঠিন একটা কাজ , তবুও বসে বসে চেষ্টা করে লিখে ফেললাম অনেক গুলো .। আপনারা দেখেন তো এই গুলা দিয়ে আগামী বই মেলাতে একটা বই বের করলে অবিক্রেয় এর রেকর্ড করা যাবে কিনা ;
এখন পর্যন্ত ৩০ এর ওপরে লেখা হয়েছে ...
কিছুদিন ডিজিটাল ক্যামেরার অভাবে মোবাইল দিয়ে ছবি তুলতে শুরু করলাম
দেখলাম ছবি আইডিয়া বেশ ভালই আছে ( আগে অবশ্য ২টা ফ্লিম ক্যামেরায় হাতেখড়ি হয় ) ।
এবার ফ্যামিলির সংসদে বাজেট উত্থাপন করলাম ডিজিটাল ক্যামেরা লাগবে একবারে- কেনন ইওএস ৫৫০ ডি এস.এল.আর .. কিন্তু তারা আজ দেব কাল দেব করে ঘুরাইতেই আছে ,,, এদিকে আমার ল্যাম্প ও জ্বলতাছে চরমে ।
সর্বশেষে ,, ভাবছি এবার আর একটা প্রেম করে অতি দ্রুত ঘর-জামায় হিসেবে শিফ্ট করবো ...
আছেন নাকি কোন হৃদয় হীনা ????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।