আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় পতাকার অবমাননা

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

কিছুদিন আগে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক পত্রিকায় চিঠি পত্র কলামে একটি লেখা পড়লাম। সবাইকে জানানোর প্রয়োজন বোধ করছি -ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। *বিশ্বকাপ ফুটবল ও আমাদের জাতীয় পতাকার অবমাননা* বাংলাদেশ সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি-9 ধারায় স্পষ্ট বলা হয়েছে-"কোন বিদেশী পতাকা বাংলাদেশের কোন ভবন বা গাড়ীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া উত্তোলন করা যাবে না"। কিন্তু বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বাংলাদেশের সর্বত্রই বিদেশী পতাকা পরিলক্ষিত হচ্ছে।

এমনকি এসব বিদেশী বিদেশী পতাকা উত্তোলনের ক্ষেত্রে কোন নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছেনা। কোনো বিদেশী পতাকা উত্তোলন করা হলে বাংলাদেশের জাতীয় পতাকা অবশ্যই তার উপরে স্থান দিতে হবে ' Place of Honour ' হিসেবে এবং কোন অবস্থাতেই বাংলাদেশের জাতীয় পতাকার আকার বিদেশী পতাকার চেয়ে ছোট হবে না। এমনকি এক্ষেত্রে প্রথমে বাংলাদেশের পতাকা উত্তোলন করতে হবে। বাংলাদেশ সংবিধানের 4 নং অনুচ্ছেদের বিধি-7এর 7 ধারায় আরও বলা হয়েছে,"অন্য কোন পতাকা বাংলাদেশের পতাকার চেয়ে উঁচুতে উত্তোলন করা যাবেনা । "বিধি 7 এর 11 ধারায় বলা হয়েছে,"2 বা ততোধিক পতাকা একসঙ্গে প্রর্দশিত হলে প্রতিটি পতাকা পৃথক পৃথক দন্ডে উত্তোলন করতে হবে"।

কিন্তু বাংলাদেশের কোনো অঞ্চেলেই এসব নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছেনা। খেয়াল-খুশি মতো এসব বিদেশী পতাকা উত্তোলন করা হচ্ছে যা বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি চরম অবমাননার শামিল এবং বংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। ------------------------------------- এব্যাপারে আপনাদের কি মতামত?

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.