শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “আগামী ৫ আগস্ট মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে। ”
এর আগে গত ২৭ জুলাই সাংবাদিকদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছিলেন, ঈদের আগেই ওয়েজবোর্ড ঘোষণার চেষ্টা করছে মন্ত্রণালয় । শিগগিরই সাংবাদিকরা তা পেয়ে যাবেন।
এর আগে গত ৩০ জুন সংবাদকর্মীদের বেতনভাতা গড়ে ৭০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে অষ্টম মজুরি বোর্ড। তবে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই হার আরো বাড়ানোর দাবি জানায় সাংবাদিক সংগঠনগুলো।
গত ১৮ জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে এই ওয়েজ বোর্ড গঠন করে সরকার।
সে সময় এই বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ দিতে বলা হয়। পরে অক্টোবরে ৫০ শতাংশ মহার্ঘ্যভাতার ঘোষণা আসে, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়।
স্নাতক পাস ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কুষ্টিয়া আসেন তথ্যমন্ত্রী ইনু।
বেলা সাড়ে ১১টায় ভেড়ামারা উপজেলা অডিটোয়িামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হেফাজত ইসলামের আমির আহম্মদ শফীকে তেঁতুল হুজুর আখ্যায়িত করে তিনি বলেন, “গণতন্ত্রকে হুমকিমুক্ত করতে জামায়াতে ইসলামী ও তেঁতুল হুজুরদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ”
জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে জাসদ সভাপতি ইনু বলেন, “রাজনৈতিক দল আর সন্ত্রাসী দলের মধ্যে পার্থক্য রয়েছে। জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী সংগঠন।
“তারা সংবিধানের সাথে সাংর্ঘষিক কাজে লিপ্ত থাকে। জামায়াতে ইসলামীকে আদালতের রায়ে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে, তবে তারা রাজনীতি করতে পারবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।