ওই সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে তা বাস্তবায়নের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি করে দেয়া হয়েছে।
ওই কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দিলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। পরে অতিরিক্ত সচিব সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
তথ্য মন্ত্রণালয় গঠিত অষ্টম মজুরি বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক গত ৩০ জুন মন্ত্রণালয়ে তাদের সুপারিশ জমা দেন।
ওই সুপারিশে সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মীদের মূল বেতন আগের তুলনায় গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি এবং মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।