আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা

জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই

শিক্ষামন্ত্রী শিক্ষা বাজেট নিয়ে যে মন্তব্য করেছেন সেটি ছাত্র সমাজের সুদীর্ঘ দিনের চাওয়া। আমাদের দেশের প্রেক্ষাপটে বাজেটের ৩০ শতাংশ শিক্ষাক্ষাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন ছিলো অনেক আগেই, কিন্তু সরকারগুলো প্রতিবারই ছাত্রদের নিরাশ করে সামরিক বাহিনীকেই বেশি বরাদ্দ দিয়েছে; আমাদের মতো নিম্ন আয়ের দেশে সামরিক বাহিনীর এ বরাদ্দ্দের প্রয়োজনীয়তা নিয়ে প্রতিটি নাগরিকেরই বিরূপ প্রতিক্রিয়া আছে। এখন যে বাজেট দেওয়া হচ্ছে তাতে শিক্ষর মূল লক্ষ্য কখনোই অর্জন সম্ভব নয়। বাজেটের সিংহভাগই অবকাঠামো আর শিক্ষকদের বেতনে ব্যয় হয়। শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হয় সামান্যই। গ্রামগুলোর অবস্থা আরো করুণ। কখনো কখনো তাদের বিদ্যালয়ই বন্ধ থাকে শিক্ষকের অভাবে, যে দায় সরকার যেমন এড়াতে পারে না তেমনি শিক্ষরাও না। শুধু সনদ দিয়ে শিক্ষক হবার ফলে তাদের মানসিকতারও রয়েছে পশ্চাদপদতা। শিক্ষাক্ষেত্রে বিবিধ সমস্যার সমাধান সম্ভব শুধুমাত্র শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।