শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের অসম্মান ও হেয় করার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অপসারণ ও রাষ্ট্রীয় আইনে শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। গতকাল রবিবার বঙ্গুবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ফোরাম এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে।
ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও সম্পাদক অধ্যাপক আমির হোসেন স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, ৪ জানুয়ারি দুটি দৈনিক পত্রিকায় 'বিপদে মোরা না যেন করি ভয়' নিবন্ধে অধ্যাপক আনোয়ার হোসেন আওয়ামীপন্থী শিক্ষকদের সরকারি দলের সন্ত্রাসী শিক্ষক এবং গত ২৯ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্ত্রাসী শিক্ষক বলে আখ্যায়িত করেন। অধ্যাপক আনোয়ার জাবির আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকিও দেন।
একই নিবন্ধে অধ্যাপক আনোয়ার শিক্ষামন্ত্রীর সফলতা এবং দৈনিক প্রথম আলো পত্রিকার সমীক্ষায় শিক্ষামন্ত্রীর ৯০ শতাংশ ইয়েস ভোট পাওয়া ও তার ক্লিন ইমেজকে অপকৌশলে প্রশ্নবদ্ধি করার অপচষ্টোও করেন।
গত ১৭ ডিসেম্বর একটি অনলাইন সংবাদ মাধ্যমে এ এবং ১৮ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় 'ক্ষমা করবেন শাহদীন মালিক' নিবন্ধে অধ্যাপক আনোয়ার শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় আখ্যায়িত করে শিক্ষামন্ত্রীকে সে মন্ত্রণালয়ের মন্ত্রী বলে হেয় করার ঔদ্ধত্য দেখান।
এছাড়াও উপরোক্ত নিবন্ধে তিনি মাননীয় বন ও পরিবেমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এইসব বক্তব্যের মাধ্যমে অধ্যাপক আনোয়ার ক্লিন ইমেজ সম্পন্ন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রণালয়, অন্য মন্ত্রী, আওয়ামী লীগ নেতা এবং আওয়ামীপন্থী শিক্ষকসহ জাবির শিক্ষকদের জাতির সামনে চরমভাবে অসম্মান, হেয় ও ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক আনোয়ারকে অপসারণ করার জন্য আমরা মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবিনয় অনুরোধ করছি। মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষামন্ত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্য শ্রদ্ধাভাজন ব্যক্তিদের জাতির সামনে চরমভাবে অসম্মান ও হেয় করার অপরাধে রাষ্ট্রীয় আইনে আমরা তার শাস্তি দাবি করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।