আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো অনৈতিক দাবি না মেনে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার সকালে মিন্টো রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে মন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেন, দীর্ঘ ৫ মাস ধরে বুয়েটে অস্থিরতা চলছে।
সাধারণ শিক্ষার্থীরা সকলেই ক্লাসে ফিরে যেতে উন্মুখ। কিন্তু কোনো অবৈধ শক্তি যেন শিক্ষার্থীদের ক্লাসে ফেরা অনিশ্চিত করতে না পারে সেজন্যই মন্ত্রীকে অনুরোধ করেছে ছাত্রলীগ।
কোনো অনৈতিক দাবি মানতে গিয়ে দেশের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির যেন পরিবেশ নষ্ট না হয় সেজন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।
ছাত্রলীগ ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল ধরনের সহযোগিতা করবে।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দ্রুতই বুয়েটে ক্লাস শুরু হবে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি।
উল্লেখ্য, বুয়েট পরিস্থিতি নিয়ে শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের ১৩ সদস্যের একটি দল শিক্ষামন্ত্রীর বাসায় যান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।