আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার ফটোগ্রাফারদের জন্য কয়েকটি প্রয়োজনীয় লিংক (Don't miss)

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)

{বিঃদ্রঃ এটি একটি শেষ রাতের আড্ডা পোস্ট ও বটে } #ফটোগ্রাফারদের অনেক সময় হারিয়ে ফেলা ক্যামেরা মেনুয়াল খুজতে হয় .. তখন হাজার চেষ্টা কইরাও পাওয়া যায় না .... তাতে কি ....... এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন (১-৫ পেজ পর্যন্ত অনেক গুলো এস.এল.আর ক্যামেরার মেনুয়াল পিডিএফ ই-বুক আছে এখানে । ) # যারা বিভিন্ন ক্যামেরা সম্পর্কে জানতে আগ্রহী তারা এখান থেকে অনায়াসে দেখে নিতে পারেন সব কোম্পানির ক্যামেরার রিভিউ দরদাম ও দেওয়া থাকবে নো প্রবলেম # এবার তাদের ডাকছি,,, যারা ফটোগ্রাফি টিপ & ট্রিক্স / টিউটোরিয়াল / ম্যাগাজিন খুজে খুজে হয়রান ..... তারা এখান থেকে এখনই ডাউনলোড যুদ্ধে ঝাপিয়ে পড়ুন আপনাদের পছন্দের ইবুক , ম্যাগাজিন , ইত্যাদি , ইত্যাদি . নিচের কোনার ওল্ডার এন্ট্রিস গুলোও দেখেন কিন্তু আইজ থামলাম ,,,,,,,, কাইলকা আরো কয়েকটা দিমু ,,,,,,,,,,,,,, আসেন একখান কবিতা পড়ি ,,,,,,, (কবিতা হইছে কিনা কইতারুম না ) পরাধীনতার শেকল পায়ে আমরা এক ঘুমন্ত জাতি স্বাধীনতার সূর্যটা আজ অনুজ্জ্বল কুয়াশার চাদের পড়েছে ঢাকা । তুমি কাদের আমন্ত্রন করছো !! ওরা তো সব ঘুমিয়ে আছে , তোমার ডাকে ওরা সাড়া দেবে না,ওদের ডেকে লাভ হবে না । যে দেশে অকারণে হরতাল করে মানুষ নামিয়ে পথে কারা যেন আজ দেশটাকে করে তোলে রণক্ষেত্র , খেলে লাশ আর রক্তের হলি .. অথচ বিজয় প্রহরেও রাজপথ থাকে জনশূন্য ,যেন এক বিরান ভূমি লক্ষ প্রানের বিনিয়মে অর্জিত স্বাধীনতা তখন মনে হয় যেন অচল .। যে দেশের মানুষ আজ ভুলে গেছে সব কীর্তি নির্ভিক মুক্তিসেনাদের , বুকের রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল যারা ঐ লাল সবুজের পাতাকা যে দেশের মানুষ দিতে জানে না সম্মান সেই সব বীরাঙ্গনাদের , সতীত্বের বিনিময়ে যারা ফিরিয়ে এনেছে এই বাংলা মায়ের সম্মান সে দেশের মানুষ বুঝবে না সৃষ্টি সুখের উল্লাসে মাতা বিজয়ের মর্ম । ওরা আজ পরিনত হয়েছে একটি নির্জীব নিষ্কর্মা ঘুমন্ত জাতিতে । দেখবে একদিন ওরা আবার জেগে উঠবে নতুন আলোর ঝলকানি দেখে হয়তো কোন নতুন ভোরে ,পরাধীনতার নতুন কোন শেকল পায়ে ..। কবিতাটা ১৭ই ডিসেম্বর এ লেখা .. ,,, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে প্রায় জনশূন্য ঢাকা শহর দেখে একটু রাগ ও কষ্ট মিশিয়ে লিখেছিলাম ..। আজ একটু এডিট করলাম ...। কেমন হয়েছে জানাবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.