আমাদের কথা খুঁজে নিন

   

।।শিরোনামহীন কবিতাগুচ্ছ।।(সাময়িক পোস্ট)

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলাদেশ চাই,সব মানুষের সমান অধিকার চাই। ।

(১) যখন শশাঙ্ক ওঠে কৌমুদি নিশায় তখন কবিতা লিখি তোমার আশায়। সতত ভাবি প্রেয়সী তোমারই কথা একবার পড়ো আমার কবিতা..! কোন সুখ নেই মনে তোমার বিহনে ফুল হয়ে ফিরো এসো আমার কাননে।

আমি এক মুসাফির হারিয়েছি তীর পূজারী হয়ে খুঁজছি তোমার মন্দির। দাও প্রেমের প্রসাদ দাও প্রেমাঞ্জলি এসো সাজাই বাসর করি কোলাকুলি। । (২) ঝরে গেছে গাঁদার মালা তবু সাজায় বাসর ভারাক্রান্ত-মনে সুখ নেই আমিও চাই আদর। থেমে গেছে বাঁশের বাঁশরি ডুবে যাচ্ছে প্রেম-তরী আর কত জাগব শর্বরী?সাড়া দাও সুন্দরী! ওগো প্রাণাধিকা বনলতা,কত লিখব কবিতা...? শুধু একবার বলো তুমি,হৃদয়ের সুপ্ত কথা! বাল্য,কৈশোর হয়েছে শেষ এখন ভরা-যৌবন কাছে ডেকে তৃষিত অধরে দাও একটি চুম্বন।

। (৩) তন্দ্রাহারা আমার দু'আঁখি রজনী জাগি একাকি বন্ধু হয়ে,প্রিয়তমা হয়ে কেন দিলে তুমি ফাঁকি? তুমি ছিলে চিরচেনা সাথী,তবুও নেভালে বাতি আমি প্রেমের পূজারী হয়ে করব কার আরতি? তোমার রেখে যাওয়া কলম,খাম এবং ডায়েরি সহসা আমাকে করে দগ্ধ;হৃদয়ে মারে হাতুড়ি। আমাকে কাঁদিয়ে তুমি আজ নতুন স্বপ্নে বিভোর আর তুমি নেবে না কখনো আমার কোন খবর। । (৪) আর কত কাঁদাবে আমায় সখি আর কত দেবে ফাঁকি? ভালো যখন বাসবে না আমায় কেন বেঁধেছিলে রাখি? ছিলে চিরচেনা,হলে হৃদয়হীনা কাঁদালে শুধু আমায়।

এত কিছুর পরও আমি আজো স্মরণ করি তোমায়। বড় আশা করে তোমার গলায় দিয়েছিলাম মালিকা। আমি কখনো ভাবতে পারিনি তুমি নিষ্ঠুর বালিকা্। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।