আশাবাদি,সমাজসচেতন এবং দেশপ্রেমিক
পিকু, মিকু এবং শিকু তিন বন্ধু। তারা তিনজনই ঘুরতে ভালোবাসেন। তো এই তিন বন্ধু একবার ঘুরতে চলে গেলেন ইরাকে। সেখানে পৌছে তাদের মরুভূমিতে ঘোরার শখ হলো। দেরি না করে তারা কাছের এক মরুভূমিতে চলে গেলেন।
সেখানে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে তারা অবাক হয়ে দেখেন, এক আরব লোক পানির পিপাসায় মরমর। তারা লোকটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন; কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। আরব লোক তাদের হাতের ওপরই মারা গেলেন।
তবে মারা যাওয়ার আগে আরব ভদ্রলোক তাদের তিনজনকে বললেন, 'আপনারা আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন। তাই আপনাদের কাজে খুশি হয়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম, "হে প্রভু, তুমি উনাদের একটা করে ইচ্ছা পূরণ করো।
" প্রার্থনা শেষে ভদ্রলোক বললেন, 'আপনারা কোনো একটা উঁচু জায়গায় উঠবেন। তারপর চোখ বন্ধ করে দেবেন লাফ। লাফ দেওয়ার সময় যে যা চান, সেটা চিৎকার করে বলবেন। তারপর দেখবেন আপনারা যে যেটা চান, সেটা পেয়ে গেছেন। '
কয়েকদিন পরের কথা।
মরুভূমি ভ্রমণ শেষে এই তিন বন্ধু হোটেলে ফিরে গেছেন। সেখানে সুইমিংপুল দেখে তারা গোসল করার সিদ্ধান্ত নিলেন। দেরি না করে তারা উঠে পড়লেন সুইমিংপুলের উঁচু বোর্ডে। উঁচুতে উঠেই তাদের সেই আরব ভদ্রলোকের কথা মনে পড়ল।
অগত্যা পিকু লাফ দিতে দিতে চিৎকার করে বললেন, 'টাকা'।
সঙ্গে সঙ্গে তিনি শূন্যে মিলিয়ে গেলেন আর পড়লেন গিয়ে টাকায় ভর্তি সুইমিংপুলের মধ্যে। মিকু লাফ দেওয়ার সময় চিৎকার করে বললেন, 'ডলার'। অগত্যা মিকু গিয়ে পড়লেন ডলার ভর্তি সুইমিংপুলের মধ্যে। শিকু বোর্ডে উঠে ভাবতে লাগলেন, কী চাইবেন। ভাবতে ভাবতে তিনি সুইমিংপুলের দিকে দিলেন দৌড়।
লাফ দেওয়ার আগমুহূর্তে তার প্যান্ট রেলিংয়ে আটকে গেল আর সে সময় তার মুখ থেকে বেরিয়ে এলো, "oh! shit"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।