আমার সম্পর্কে বলার তেমন কিছুই নাই শুধু এতটুকুই বলব, আমি অল্প অল্প লেখার চেষ্টা করছি।
স্যার, আপনের গাড়িতে অনেক ময়লা লেগে আছে, মুছে দেই???
বেশি লাগবেনা...... আপনি খুশি হয়ে যা দিবেন......!!
জানেন স্যার, আজকে সকাল থেকে দশটা গাড়ী মুছছি..... বিশ টাকা!!!!!
আজকে আমি চিকন চালের ভাত খাব..... সাথে মাংসের ঝোল আর সিনার হাড়.... কতদিন পর !!!!
আরে স্যার আপনি!!! কেমুন আছেন ?? চিনছেন আমারে??? ঐজে স্যার গত বিস্যুতবারে ফুলার রোডে আমি পপকর্ন বেচতাছিলাম........ আপনি তারাহুরা কইরা জাবার সময় আমার পায়ের উপর দিয়া গাড়ী নিয়া গেলেন !!! আমার কিছু হয়নাই.... খালি পায়ে ছিলামতো.... কেবল বুড়া আংগুলের নোখটা উইঠা গেছে....... তারপর আপনি আমাকে পাঁচ টাকা দিলেন !!!!!!!
জানেন স্যার, আমার খালি মনে হয় .......... আপনি প্রত্যেক দিন ক্যন আমার পায়ের উপোর দিয়া গাড়ী উঠায় দেন না......। তাইলেতো আমি প্রতিদইন চিকোন চালের ভাত আর ডাইল খাইতে পারি.......!!!!!!! জানেন স্যার প্রতি দিন মোটা মোটা চালের জাউ খাইতে আর ভাল লাগে না...!!!!
স্যার !!! স্যার !!! সিগন্যাল সারছে স্যার !!!!! আমার টাকা টা স্যার !!!! ওমা বিশ টাকা ....!!!! কিন্তু আমার কাছেতো ভাংতি নাই....!!!! কী বল্লেন ... পুরোটাই আমার...!!!!!
আইজক্যা আমি পুলাও খামু, সাথে গরুর মাংস....!!!!! জানেন স্যার কতদিন আমি পুলাও খাই না....??
গতোকাল মগবাজার থেকে আসার সময়কার ঘটনা.... রাস্তার জ্যাম নিয়ে আজ যেখানে মানুষ বিরক্ত সেই জ্যামের কল্যানেই আজকে আমি ওপরের ঘটনাটি লিখতে পারলাম। হয়তোবা আমি পাঠকদের সেই জীবন্ত কথোপোকথনে অনুভূতিটা বোঝাতে পারবো না...। আমার প্রথম ব্লগ হিসেবে তাই এই ঘটনাটাই লিখলাম....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।