আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছা



কিছু নেই, কিছুক্ষন থেকে, কিছু প্রেম নেই এতটুকু বুকে, কিছু স্বপ্ন ধুলিস্যাত চুরমার কিছুটা কল্পনাহীন, অব্যক্ত হাহাকার।। আমি তুমি সে, আছে কি কেউ আসে পাশে? নীল আকাশে পাখির ডানার দীর্ঘশ্বাসে? কেউ নেই, কেউ নেই, প্রতিধ্বনি, কালো সবুজ পাতায় শুনি, লু হাওয়ায় কান পেতে মরুর তামাটে গন্ধে যায় বুকটা আরো খালি হয়ে ।। কেন আমি পাখি হইনা? যেন কেউ ভেংগে দিয়েছে আমার ডানা, আকাশে উড়ে যাবার ইচ্ছেটা মাঝে মাঝে চারা দিয়ে উঠে, মনে হয়: এক দৌড়ে ঝাপ দেই নিকষ কালো আকাশে উড়ে উড়ে আরো উচুতে আরো অন্ধকার ফুঁড়ে তাঁরার দেশে মেঘটাকে আমার বিছানা করে ঘুমাই চাঁদটাকে জড়িয়ে ।। হঠাৎ করে বৃষ্টির সাথি হয়ে, ভিজিয়ে মৃত এই নগরীকে দাড়কাকের মত ভিজে ভিজে হই আরো গভীর কি যেন বলতে গিয়ে আবার উড়ে যাই দূর দেশে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.