কলপনার মাঝে ভেসে আছি
ইচ্ছা হলেই নামবে জলের ধারা
ভালবাসাকে করবে সারা পাড়া।
ইচ্ছা হলেই উড়বে স্বপ্নময় ঘুড়ি
দুজন মিলে বাধাঁবো কাড়াকাড়ি।
ইচ্ছা হলেই আকঁবো তোমার ছবি
মনের মাঝের রংগুলো বিলিয়ে দিব সবি।
ইচ্ছা হলেই নদীর মাঝে ভিজাবো তোমার পা
তোমার গড়া অবিশ্বাসগুলোকে বলব সরে যা।
ইচ্ছা হলেই দু:খ আমার রাখবো জমিয়ে
অভিমানে কেঁদে দিব বালিশ ভিজিয়ে।
ইচ্ছা হলেই মুছে দিবো অতীতের সব স্মৃতি
কোন অজুহাতে ঘটাবো না ভালবাসারি ইতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।