জীবন কবিতার মত। আর কবিতাগুলো দুর্বোধ্য।
(এটা কোন মৌলিক গল্প না। বুয়েট যন্ত্রকৌশল বিভাগের মাহবুব স্যার ২০০২ সালের কোন একদিন ক্লাশে এই গল্পটা বলেছেন। সেই গল্পের আলো ও ছায়া অবলম্বনে।
)
একবার এক ফরেনার বাংলাদেশ দেখতে আসছে। সাথে একজন বাংলাদেশী গাইড। দুইজন নদীর পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে। ফরেনারের হঠাৎ খায়েশ হল নৌকায় চড়বে। ছোটখাট একটা নৌকা ভাড়া করা হল।
খেয়া নৌকা। নৌকায় ওপার যাওয়া এবং ফিরে আসা হবে।
নৌকা চলছে। মোটামুটি ওপাড়ের কাছাকাছি নৌকা চলে গেছে। ফরেনার হঠাৎ বলে উঠল,ধূর এ দেশের লোকজন খুব খারাপ।
দিলে কোন দয়ামায়া নাই।
দেশী গাইড বিস্মিত হয়ে গেল, বলেন কি স্যার বাংলাদেশ হইল দয়ামায়ার দেশ। আর আপনি কইলেন এই দেশের মানুষের দিলে মায়া নাই? আজিব।
‘আজিবের কিছু নাই, ওই দেখ গাছ তলা একটা লোক মইর্যা পইড়া আছে, পাশ দিয়ে লোকজন হেঁটে চলে যাচ্ছে কেউ ফিরেও তাকাচ্ছে না। ’
দেশী গাইড বেকুব ফরেনারের কথায় ব্যাপক মজা পাইল।
‘ হে হে হে , না স্যার লোকটা মার যায় নাই, সে গাছতলায় সাউন্ড স্লিপ দিতাছে। ’
‘কি কও না কও, এইভাবে কেউ ঘুমায়?
‘বিশ্বাস করলেন না স্যার? আচ্ছা চলেন আমার কথা সত্য না হইলে নিজের কান কেটে নদীতে ভাসায়ে দেব ইনশাল্লাহ। ’
‘চল চল’
কাছে গিয়ে দিখা গেল দেশী গাইডের কথাই সত্য। তুমুল নাসিক্য গর্জন সহযোগে লোকটা নিদ্রা দিতেছে। ফরেনার নিজের অজান্তে বলে ফেলল, আজিব!!
লোকটা ঘুমাচ্ছে কিন্তু মুখ হাসি হাসি ।
ঘুমের মধ্যে স্বপ্নটপ্ন দেখে থাকতে পারে। ফরেনার ঝাঁকুনি দিতে দিতে লোকটাকে জাগালো।
লোকটা সত্যিই স্বপ্ন দেখছিল। তবু ফরেনার দেখে হচকচিয়ে জেগে উঠে মাথা চুলকাতে লাগল।
ফরেনার জানতে চায়, কি করছো?
‘নিদ্রা যাইতেছি জনাব।
’
‘সারাদিন কি খালি নিদ্রাই যাও নাকি কাজকর্ম কিছু কর?’
‘আমরা খেটে খাওয়া মানুষ জনাব। কাজ না করলে খাব কি?’
‘তা তো দেখতেই পাচ্ছি। তা তোমার পেশা কি?’
‘আমি একজন জেলে। মাছ ধরি। ’
‘তা জেলে ভাই মাছ না ধইর্যা ঘুমাইয়া রইছো ক্যান?’
‘মাছ ধরা শ্যাষ জনাব।
’
‘মাছ ধরা শ্যাষ? দেখি কি মাছ ধরছো?’
জেলে তার পাশে রাখা এলুমিনিয়ামের জগটা উপুড় করে ধরল। দুই তিনটা চ্যাং জাতীয় মাছ লাফালাফি শুরু করল।
‘দুই তিনটা মাছ ধইর্যাই ঘুমাইয়া পড়লা? আর ধরবা না?’
‘না জনাব। যা ধরেছি তাতে হয়ে যাবে। ’
‘দুইটা মাছ ধইর্যা ঘুমাইয়া পড়লে তো দুনিয়া চলবে না।
বেশি বেশি মাছ ধরতে হবে। ’
'বেশি বেশি মাছ ধরে কি করব জনাব?’
‘কি করব মানে? বিক্রি করবা। ’
‘তাতে লাভ?’
‘পাগল নাকি লোকটা, মাছ বেচলে পয়সা পাবা না? যত বেচবা তত পয়সা। ’
‘এত পয়সা দিয়ে কি হবে জনাব?’
‘এইরকম বেকুব সারা দুনিয়ায় দুইটা দেখি নাই, পয়সা দিয়ে কি করবে জানতে চায়। পয়সা থাকলে কত ভাল না? মনে কর পয়সা দিয়ে বিরাট একটা জমি কিনে ফেললা।
’
‘গুস্তাকি মাফ করবেন, জমি খরিদ করে কি করব বুঝতে পারছি না? ’
‘ জমি দিয়ে সবাই যা করে তুমিও তাই করবে, সুন্দর একটা বাড়ি বানাবে। ’
‘ সুন্দর একটা বাড়ি দিয়ে আমি কি করব?’
‘সেটাও বলে দিতে হবে আহাম্মক? আরাম করে ঘুমাবে আর কি করবে। ’
জেলে খুব অবাক হল।
‘জনাব আরাম করে ঘুমানোর জন্যে এত কষ্ট করার প্রায়জন কি? আমি এমনিতেই খুব আরামে ঘুমাচ্ছিলাম। সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম।
আপনি আমার ঘুমটা কেন ভাঙালেন? ’
জেলেটা আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ফরেনার বেকুবের মত জেলেটার দিকে তাকিয়ে আছে। দেশী গাইড অন্য দিকে তাকিয়ে মিচমিচিয়ে হাসছে।
টিউটর মাসুকের পদ্যভাবনা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।