আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণের মেলা বই মেলা এখন জমজমাট


প্রথম দিনেই বই মেলা জমে উঠেছিলো। শুক্রবার ছিল জনসমুদ্র। এবারের বই মেলাকে নয়টি চত্বওে ভাগ করা হয়েছে। মেলায় স্থাপন করা হয়েছে ই-তথ্য কেন্দ্র। পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

৪২ ইঞ্চি মনিটর খুঁজে নিতে পারেন তথ্য টাচ স্ক্রিনে হাত রেখে। বাংলা একাডেমীর খাবার কেন্টিন এবার পরিচালিত হচ্চে পর্যটন কর্পোরেশনের তত্বাবধানে যাতে দর্শক -ক্রেতা ভাল আহার করতে পারেন। মেলা প্রাঙ্গনকে ওয়াই ফাই জোনে পরিণত করেছে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড। এবারের মেলায় আছে থিম-যা প্রথম একুশে বই মেলায়। এবারের থিম রবীন্দ্রনাথ।

আগামী বই মেলার থাকবে নজরুলে বিদ্রোহী কবিতার উপর উৎসব জানান বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামন খান। এবারের মেলায একটি নতুন জাদুঘরের উদ্বোধন হলো যার নাম জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর। রাশিয়ায় আছে পুশকিন জাগুঘর, কলকাতায় আশুতোষ কিন্তু এ ধরনের জাদুঘর এটাই প্রথম। জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘরে থাকবে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি, মাইকেলের চিঠির প্রতিলিপ ইত্যাদি। গতবারের বই মেলায় উদ্বোধন করা হয়েছিল ভাষা আন্দোলন জাদুঘর।

বাংলা একাডেমীর নতুন কর্মসূচী # চার খন্ডে বাংলা একাডেমী প্রণয়ন করবে বাংলাদেশের ইতিহাস। কেননা পূর্বের কোন ইতিহাস পূণাঙ্গ নয় এমকি এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়ায় রচনা শুরু হয়েছে সতেরশ সাল থেকে। # অনুবাদ- বাংলা সাহিত্যকে ইংরেজীতে অনুবাদ। শামসুজ্জামান খান বলেন, আমাদের সাহিত্যকে যথাযত অনুবাদ করা গেলে বাংলা সাহিত্যের আরো ৭-৮ জন্য সাহিত্যিক নোবেন পুরুস্কার পেতেন। # তরুন লেখক যারা ইংরেজীতে লেখেন তাদের জন্য প্রশিণ কর্মশালা।

এবারের মেলাতে লিটল ম্যাগাজিনের জন্য বরাদ্দ করা হয়েছে সুপরিসর কর্ণার। ৩৭৬টি প্রতিষ্ঠানের ৫৫৬টি প্রতিষ্ঠান আছে মেলায়। মেলার জন্য খরচ হচ্ছে ৩২-৩৫ লাখ টাকা আর এই আর্থিক সহায়তা দিচ্ছে ব্রাক ব্যাংক। মেলার ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী স্টেপ মিডিয়া। মেলা প্রঙ্গান থেকে চ্যানেল আই, বাংলা ভিশন, রেডিও ফ’র্তি, রেডিও টুডে ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল মেলার তথ্যাদি প্রতিদিন সরাসরি স¤প্রচার করবে।

লিটল ম্যাগ কর্ণার তথ্য কেন্দ্র ই-তথ্য কেন্দ্র অন্য প্রকাশের সামনে ভিড়(পয়লা ফেরুয়ারী) কারণ অন্য প্রকাশ এনেছে হুমায়ূন আহমেদের প্রকাশিত নতুন বই ম্যাজিক মুনশি, ফাউন্টেন পেন, হিমুর আছে জল মাওরা ব্রাদার্স রাতের বই মেলা (১ ফেরুয়ারী)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।