আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে .....
সরকারের ভিতরে মন্ত্রিত্ব ও ক্ষমতার কতৃত্ব নিয়ে দন্দ বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আবার মহাজোটে ভিতরেও এই সমস্যা দেখা দিয়েছে।
এরশাদ ভোটের শরীক হলেও ক্ষমতার চর্চা করতে পারছেন না। আর বামদল গুলো তো আছেই ..........
বিভিন্ন সময়ের ঘটনা সামাল দেওয়া নিয়ে সরকার এখন অনেক বিব্রত।
আড়িয়াল বিলে বিমান বন্দর না করার ঘোষনা চরম ভাবে সরকারের নীতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
আবার আমরা ব্লগাররা যা জানলাম যে, আসলে আড়িয়াল বিল নাকি সাজানো একটা নাটক। যাতে করে মূল কাজটা গোপালগন্জে করা যায় এবং পরে এটাকে সার্টিফাই করা যায়।
যাই হোক বিরোধী দল নানা কারণের সাথে এখন বিমানবন্দর ইস্যুতেও উচ্চকন্ঠ এবং ৭ তারিখের হরতাল তারা প্রত্যাহার করবেনা।
আমরা আম-জনতা কি করব ???
কারণঃ দেশমাতা যখন বলেন, জনগন আমাদের সাথে আছে। তখন কি আর অন্য কিছু করা মানায় ??? কিন্তু বাস্তবে আমি তাদের সাথে নাই।
তার মানে আমি তথাকথিত জনগন নই .........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।