আমাদের কথা খুঁজে নিন

   

আচ্ছা বলেন তো, বর্তমান বিশ্বের রাজনৈতিক নিয়ন্ত্রক কে???

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আরো শহজ করে দেই। তিনে এক বলতে হবে। ১) ইউনাইটেড নেশন। ২) আমেরিকা।

৩) ইজরাইল। আজ দুপুর পর্যন্ত আমেরিকা সহ ইউরুপিয় ইউনিয়নের সমস্ত নেতারা হুসনি মোবারকের উপর চাপ সৃষ্টি করতেছিল দ্রুত ক্ষমতা হস্তান্তর করার জন্যে। কারন তারা জানত, মোবারক চলে গেলে ''মুসলিম ব্রাদারহুড'' ক্ষমতায় আসলেও তাদের সাথে মিল দিয়েই চলতে হবে। এমন কি বিক্ষোভের ৯ম দিন মোবারক যখন নামে নামে অবস্থা তখনো আমেরিকার নেতাদের সাথে মুসলিম ব্রাদারহুডের নেতাদের সাথে আলাপ হয়, তখন ব্রাদারহুড আমেরিকার নেতাদের আসস্থ করে বলে যে, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গেলে আমেরিকার এবং বিশ্বের শান্তির জন্য যা খারাপ হবে এমন কাজ তারা কখনোই করবে না। ওবামা প্রশাষন প্রথম দিকে একটু অবহেলা করলে ওবামার বিরুধি দল ওবামার উপর চাপদিতে থাকে এই বলে যে, আমরা সবসময় সাধারণ জনগনের স্বার্থের কথা বলে আসছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করার গান গেয়েছি, তাহলে একই অবস্থান কেন নয় মিশরীয়দের ক্ষেত্রে।

আর তখনই ওবামা চাপ বারাতে থাকে হুসনি মোবারকের উপর। (কারণ পরের দেশের চিন্তা করার আগে নিজের ক্ষমতার দিকেও নজর রাখতে হবে। ) কিন্তু ইজরাইল ভাল করেই জানে, মুসলিম ব্রাদারহোড ক্ষমতায় আসলে তারা কখনো ইজরাইলের সাথে আপোস করে কোন কাজ করবে না, এবং তাদের কে কোন কাজে সাপোর্টও করবে না। ইজরাইল এটাও জানে, শুধু মুসলিমব্রাদারহোডই নয়, শতকরা ৯০% মিশরিই কখনোই চায় না মিশর ইজরাইলকে সাপোর্ট করে চলুক। আর তাইত, বিক্ষোভের শুরু মিশরে হলেও দুশ্চিন্তা শুরু হয়ে পরে ইজরাইলের ঘড়ে ঘড়ে।

তাই তারা প্রথম থেকেই কিভাবে মোবারক ভাইকে আরো ক্ষমতায় রাখা যায় তার চেষ্টায় ব্রত ছিল। এবং শেষ পর্যন্ত তাদের চাওয়াই সফল হলো। ব্যার্থ হলো মিশরীয়দের চাওয়া। ব্যার্থ হলো আমেরিকার চাওয়া। ব্যর্থ হলো ইউরুপিয় ইউনিয়নের বাক স্বাধিনতার পক্ষে থাকার আহ্বান, তাইত বলতেই হয়, আসলেই বিশ্ব রাজনিতির নিয়ন্ত্রক কে??? আজ বিকেলে হুয়াইট হাওজের পক্ষ থেকে বিশেষ দুত আসে হুসনি মোবারকের নিকট।

এবং তারা মিশরে একটি বাস্তব গনতন্ত্রের ধারা সৃষ্টি করে তারপর ক্ষমতা ছারার পরামর্শ দেন। তার মানে আরো বেশ কিছুদিন থাকতে হবে..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।