আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপ ও বারুদবিষয়ে একটা কাব্যিক ভনিতা

Sad Cafe

অগ্নিপল্লব পুড়ে যাচ্ছে মহাগ্রন্থ, অনিঃশেষ যৌনগণিত ! বিষণ্ন বৃক্ষের কাছে ফিরে আসছে স্পর্শরেণু। মধুভাণ্ড চূর্ণ হচ্ছে। আকাশে উড়ে বেড়াচ্ছে গুচ্ছবেলুন। আমাদের চিঠিগুলো সব পুড়ে ফেলা হচ্ছে ! মেঘের শরীরে জাগছে বায়ুবেগ, বিরহজনিত ভুল! শিশুদের ব্যাগে আমরা রেখে দিচ্ছি ব্যগ্র ছুরিকা, লৌহপিস্তল। যদিও এইসব শংকার কথা নয়; শংকা আসলে গুচ্ছবেলুন। তার সাথে বিনয়ী বৃক্ষের দল। শংকা আসলে অগ্নিপল্লবে ফুটে ওঠা এক আশ্চর্য নতমুখী ফুল। ______ আন্দালীব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।