আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব প্রতিবাদ: নেপালে হ্যারিকেন জ্বালিয়ে সংবাদপাঠ

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু
নেপালে চলমান ভয়াবহ বিদ্যুৎ সংকটের প্রেক্ষিতে অভিনব প্রতিবাদ করেছে দেশটির একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম কান্তিপুর টেলিভিশন। চ্যানেলটি তাদের সন্ধ্যা ৭টার নিউজ বুলেটিন প্রচার করেছে আধো-অন্ধকারে কেরোসিন তেলের হ্যারিকেন জ্বালিয়ে। ৩০ মিনিট ব্যাপ্তিকালের সংবাদ বুলেটিনটি সরকারকে চলমান বিদ্যুৎ সংকটের গুরুত্ব বোঝাতেই প্রচার করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এ ব্যাপারে কান্তিপুর টেলিভিশনের বার্তা প্রধান তীর্থ কৈরালা বলেন, সমস্যা সমাধানের ব্যাপারে সরকারকে চাপ প্রয়োগ করাই ছিলো আমাদের লক্ষ্য। আমরা চাই সরকার যত তাড়াতাড়ি সম্ভব দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়াক। অভিনব এই সংবাদ প্রচার প্রসঙ্গে তীর্থ আরো বলেন, আমরা দর্শকদের কাছ থেকে ভাল প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু সরকারের কাছ থেকে এখনো কোন প্রতিক্রিয়া পাইনি। উল্লেখ্য, নেপালে বেশ কিছু দিন থেকেই ভয়াবহ বিদ্যুৎ সংকট চলছে। সেখানে দিনে ১২ ঘণ্টার সময় বেশি বিদ্যুৎ থাকে না বলেও জানা গেছে। সোর্সঃ শীর্ষ নিউজ ডটকম আমাদের দেশের চ্যানেলগুলো কি করে?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।