আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব নকশার স্মার্টফোন‘জি২’

পেছনে হোম বাটনযুক্ত একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এলজি। ‘জি২’ নামের অভিনব নকশার স্মার্টফোনটি ৭ আগস্ট বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এলজির দাবি, স্মার্টফোনের আকার যত বড় হচ্ছে স্মার্টফোনের নিয়ন্ত্রণ তত বেশি জটিল হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে অভিনব নকশার স্মার্টফোন বাজারে আনছে এলজি।



অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য অ্যানড্রয়েডনির্ভর স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এলজি আনছে এই জি২ স্মার্টফোন। নতুন স্মার্টফোনটি গত বছরের অপ্টিমাস জি নামের স্মার্টফোনের পরবর্তী সংস্করণ।

জি২ তৈরিতে বাজারের সর্বশেষ প্রযুক্তির সহায়তা নিয়েছে এলজি। জি২ স্মার্টফোনটিকে রয়েছে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের এইচডি পর্দা এবং কোয়ালকমের সর্বোচ্চ দুই দশমিক ২৬ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। স্মার্টফোনটির সামনে দুই দশমিক এক মেগাপিক্সেল এবং পেছনে অপটিক্যাল স্ট্যাবিলাইজার সুবিধাযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

২৪বিট/১৯২ কিলোহার্টজ হাইফাই অডিও প্লেব্যাক, তিন হাজার এমএএইচ-এর একটি ব্যাটারি, দুই  গিগাবাইট র‌্যাম এবং ১৬/৩২ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা রয়েছে। আগামী আট সপ্তাহের মধ্যে সাদা এবং কালো রঙে ফোনটি সারা বিশ্বে বাজারজাত করা হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।