আল বিদা
জাহিদ গার্মেন্টস মেশিনারিজ বিক্রি করে। এই কাজে শেষ কয়েকদিন তার সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছিল। গত শনিবার ঐ ভদ্রলোকের সাথে তার মিটিং। ভদ্রলোক তাকে রিকোয়েস্ট করল তার কল্যানপুর অফিসে যেতে। জাহিদ রওনা হল তার অফিসে।
জাহিদকে অফিসের মিটিং রুমে বসাল এবং ঠান্ডা গরম কি খাবে জিজ্ঞেস করল। ভদ্রলোক বলল তার বাবা আসছে এবং ততক্ষন অপেক্ষা করতে বলল। বাবাকে ফোন করার জন্য ভদ্রলোক জাহিদের মোবাইল সেটটা চাইল। কারন তার সেটের চার্জ নাই। জাহিদের মোবাইল সেটটি নিয়ে কোকের অর্ডার দিতে ভদ্রলোক অফিসের ভিতরে চলে গেল।
জাহিদ বসে বসে ভদ্রলোকের সুসজ্জিত অফিস দেখতে লাগল।
১০ মিনিট চলে গেলেও ভদ্রলোকের কোন দেখা নাই। জাহিদ বের হয়ে অফিসের অন্যদের জিজ্ঞেস করল ভদ্রলোক কোথায়? তারা বলল ভদ্রলোক নিচে গেছে। জাহিদের সন্দেহ হওয়ায় তাদের কাছে জানতে চাইল ভদ্রলোক বা তার বাবা তাদের অফিসের কেউ কিনা। এর উত্তরে অফিসের লোকজন যা বলল তার জন্য জাহিদ রেডি ছিল না।
২ ঘন্টা আগে এ ভদ্রলোক এই অফিসে এসে বলল তারা ঐ অফিসের কিছু প্রোডাক্ট কিনবে যার দাম আসে কোটি টাকা। তাই ঐ অফিসের লোকজন তাকে খুব খাতির করছিল। সাথে ভদ্রলোকের একজন এক্সপার্ট আসবে এই কথা বলে জাহিদকে নিয়ে ঢুকল।
শুধু মোবাইল হারালেও আশংকা করাই যায় যে আরও কিছু ক্ষতি হতে পারত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।