উল্টোচিন্তার কথকতা
‘তোমার শরীর সে তো বিরল ঊনুন
প্রতিবার আগুনরঙা আলিঙ্গনের পর
থাকে শুধু সাদা ছাই’
-ছাইপথ, শফিউল শাহীন
আলিঙ্গনের সমাপ্তিতে তুই যে কান্তি রেখে গেলি
আমি সে সাদা ছাইয়ের অবশিষ্ট কয়লা
এক আধুনিক ভোরে কামারশালায় বিক্রি করে দিয়েছি
আর দেখে যা কি অদ্ভুত উপায়ে
কামারশালার অত্যাধুনিক ল্যাবে
টেষ্টটিউবের অভিজাত অন্ধকারে ঝলসে উঠছে অভিনব আগুন
নিশ্বাস পোড়াতে আসে ফিনাইলের ঝাঁঝ
বাঁঝা নারীর মাজা ঠোঁটে ছলকে ওঠে হাসি!
অভিনব আগুন প্রতিপক্ষ অন্ধকারের
উপড়ে ফেলছে চোখ
শুনেছি সে অন্ধকার নিয়মিত রোদ চশমা পরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।