আমার চোখে বর্তমান... খালেদা জিয়া ও দল হিসেবে বিএনপি তাদের ঐতিহ্য বজায় রেখেছেন, যুদ্ধাপরাধী, ধর্মীয় জংগীবাদীদের সমর্থন করে। এতোদিন তারা নৈতিক সমর্থন দিতেন। এইবার করলেন একেবারে 'জ্বি হুজুর' টাইপের চামচামী।
এটা একেবারেই অপ্রত্যাশিত ছিলনা। যদিও আমার মতোন অনেক অতি আশাবাদী মনে করেছিল অন্তত মুক্তিযোদ্ধা জিয়ার স্ত্রী হিসেবে খালেদা জিয়া এইবার জনগনের মনের কথাগুলো বুঝতে পারবেন।
কিন্তু এই আশা নিরাশায় পরিনত হয়েছে। অনেকেই যারা কখনো আওয়ামী লীগের সন্ত্রাসের কারনে বা বিভিন্ন ব্যর্থতার কারনে কখনো না কখনো বিএনপিকে ভোট দিয়েছিলেন বা বিএনপিকে একটি যোগ্য বিকল্প ভেবেছিলেন বা প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধার জিয়ার সমর্থক তাদের সবার কাছে।
যাই হোক আমরা অনেক কিছু নিয়ে এখন খুব নিশ্চিত হয়েছি। স্বাধীনতার পক্ষের শক্তি আর বিরোধী শক্তি কারা এই বিষয়গুলো পরিস্কার হয়েছে। এটা আমাদের জাতির জন্য কিছু দ্বিধা দুর করতে সাহায্য করবে।
আমি বিশ্বাস করি যে বিএনপি জামাতের মধ্যে শুধু রাজাকার আর অন্ধরাই নেই, দেশ প্রেমিক কিছু লোকও আছে।
এই মুহুর্তে আমি শুধু কামনা করি সাধারন জনগন যারা বিভিন্ন কারনে বিএনপি ও জামাতকে সমর্থন করে কিন্তু দেশকে ভালবাসে, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সম্মান রাখে তারা একযোগে বিএনপি ও জামাতের রাজনীতিকে বর্জন করবে, প্রকাশ্যে বিএনপি জামাতকে বয়কট করবে, শাহবাগ চত্বরে একাত্ব হবে।
জয় বাংলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।