আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রের চ্যাপলিন ,চ্যাপলিনের চলচ্চিত্র -দ্বিতীয় কিস্তি

জানি কম বুঝি কম আওয়াজ দেই বেশি যাতে অন্য লোকে না বুঝে আমি জানি বুঝি কম।
এরপর চ্যাপলিন যেন অদম্য হয়ে উঠলেন। ১৯১৫ সালে একে একে নির্মান করলেন, His New Job - Feb. 1, 1915, A Night Out - Feb. 15, 191, The Champion - March 11, 1915, In the Park - March 18, 1915, A Jitney Elopement - April 1, 1915, The Tramp - April 11, 1915, By the Sea - April 29, 1915, Work - June 21, 1915, A Woman - July 12, 1915, The Bank - Aug. 9, 1915, A Night in the Show - Nov. 20, 1915, Shanghaied - Oct. 4, 1915 চলচ্চিত্র গুলি । কিন্তু চার্লি তখনও বিকশিত হননি । তবে তিনি অন্যান্য চলচ্চিত্রকার বা নায়কদের মত ফুলবাবু না হয়ে হলেন একজন ভবঘুরে ।

ডার্বি জুতা, মাথায় হ্যাট ঢিলাঢালা প্যান্ট ও আটোসাটো কোট পরা ট্রাম্প ততদিনে জনমানুষের প্রানের চরিত্র তথা সাধারন মানুষের প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে । ১৯১৬ সালে তিনি নির্মান করলেন Carmen - Dec. 18, 1916, Burlesque on Carmen Essanay's long version - April 22, 1916, Police - May 27, 1916 । তিনি এ বছরই Mutual Films এর হয়ে কাজ শুরু করেন এখনে চলচ্চিত্রের আরেক আনন্য প্রতিভা গ্রিফিথ কাজ করতেন । এখনে কাজ ক্রতে এসে তার মধ্যে নতুন ভাবপ্রবনতা লক্ষ্য করা গেল । এখানে তিনি একে একে নির্মান করলেন, The Floorwalker - May 15, 1916, The Fireman - June 12, 1916, The Vagabond - July 10, 1916, One A.M. - Aug. 7, 1916(Chaplin near solo work), The Count - Sept. 4, 1916, The Pawnshop - Oct. 2, 1916, Behind the Screen - Nov. 13, 1916, The Rink - Dec. 4, 1916 ।

The Vagabond এর নায়ককে নতুন ভাবে স্মরন করা যেতে পারে, চ্যাপলিনের এ চলচ্চিত্রটির মাধ্যমে নতুন চ্যাপলিনের জন্ম । এ চলচ্চিত্রটিতে তার হাত ধরে প্রথম বারের মত কমেডির মধ্য দিয়ে চলচ্চিত্রে ভাবপ্রবনতায় অবনয়ন ও বিয়োগান্তক উপাদানের আবির্ভাব ঘটে । চলচ্চিত্রে সৃষ্টি হয় আরেকটি নতুন মাইল ফলক । ১৯১৭ সালেও তিনি অনেকগুলো চলচ্চিত্র নির্মান করেন, Easy Street -Jan. 22, 1917, The Cure - April 16, 1917, The Immigrant - June 17, 1917, The Adventurer - Oct. 22, 1917 । এর ভেতর The Cure ও The Immigrant চলচ্চিত্র দুটি দ্বারা চ্যাপলিন চলচ্চিত্র ইতিহাসে প্রথম বারের মত শিল্পি দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করলেন দেখালেন চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় ।

কিন্তু চ্যাপলিন নিজেকে হারিয়ে খুঁজলেন ১৯১৮ সালে, A Dog's Life - April 14, 1918, Shoulder Arms - October 20, 1918, The Bond - December 16, 1918 এই চলচ্চিত্র গুলোর মধ্যদিয়ে । তিনি এবার সিনেমার সংখ্যার তুলনায় সিনেমার গুনগত মানের দিকে দৃষ্টি দিলেন । এ বছরই চ্যাপলিন নিজের ভেতর ডুব দিয়ে মুক্তার মত তুলে আনলেন Shoulder Arms চলচ্চিত্রটি । সধারন মানুষ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সহ্য করতে পারছেনা তারা যে আর যুদ্ধ চাইছেনা তা যেন দায়বদ্ধ চ্যাপলিন তার এ যুদ্ধ বিরোধি সিনেমাটি দ্বারা ব্যাজ্ঞ করে বলেগেলেন । ...........চলবে
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.