চট্টগ্রাম পটিয়ার স্থানীয় এমপিকে দিয়ে উদ্বোধন না করায় সেতু নির্মাণ কাজ শুরুর তিনদিনের মাথায় পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে সেতু নির্মাণ কাজের জন্য খালে বাঁধ দেয়ায় পানির প্রবাহ বন্ধ থাকায় এলাকার কয়েকশ’ একর ইরি-বোরো চাষ হুমকির সম্মুখীন।
স্থানীয়রা বলছেন, এলাকার চাষাবাদের জন্য পানির মূল উত্স বাংলাবাজার কেরিঞ্জা খাল। এটির পানি প্রবাহে বাঁধের কারণে সেচের জন্য পানি মিলছে না। কেবল পানির অভাবে আশিয়া, কাশিয়াইশ, বরলিয়া, কর্তালা, বেলখাইন, বারৈকাড়া, বুধপুরা, ওকন্যারা, পিঙ্গলাসহ আশপাশ এলাকার শত শত একর রোপা ইরি-বোরো ধান চাষে চরম ব্যাঘাত ঘটছে।
ওকন্যারা-আশিয়া বাংলাবাজার সংযোগ সড়কের সেতুটি দিয়ে প্রতিদিন চলাচলকারী প্রায় ৫ হাজার লোকের ভোগান্তির অন্ত নেই। এ ব্যাপারে স্থানীয় এমপি শামসুল হক চৌধুরী বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইরি চাষে সমস্যা হওয়ায় সেতুর নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, গত বছরের ২২ ডিসেম্বর পটিয়া উপজেলার বরলিয়া-ওকন্যারা-আশিয়া বাংলাবাজার সংযোগ সেতুটির কার্যাদেশ পায় রাউজানের নূর সিন্ডিকেট। কার্যাদেশের শর্তানুযায়ী তাকে চলতি বছরের ৯ মার্চ কাজ শেষ করতে হবে। ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের অধীনে নির্মিতব্য এ সেতুর জন্য বরাদ্দ প্রায় ১৯ লাখ টাকা।
সেতুর দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ১৪ ফুট। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার স্থানীয় কৃষকদের কাছ থেকে ১৫ দিনের সময় নিয়ে কেরিঞ্জা খালে বাঁধ দিয়ে গত ১৪ জানুয়ারি সেতুর মূলভিত্তি তৈরির কাজ শুরু করে। পরদিন ১৫ জানুয়ারি পটিয়া থানার এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় ঠিকাদারের লোকজন কার্যাদেশ দেখালেও পুলিশ কর্মকর্তা ঠিকাদারকে এমপির সঙ্গে কথা বলতে বলেন।
গতকাল সরেজমিন দেখা যায়, গত ১৫ জানুয়ারি কাজ বন্ধ হলেও অদ্যাবধি খালের বাঁধ অপসারণ করা হয়নি।
আহমদ কবির (৪০) নামের স্থানীয় এক রিকশাচালক বলেন, এ সেতু দিয়ে প্রতিদিন ৫ হাজার লোক চলাচল করে। স্কুলের ছাত্রছাত্রী, রোগী, বয়ষ্ক ব্যক্তিদের এখন চলাচলে খুবই কষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদার কবির আহম্মদ বলেন, ইউএনও’র নির্দেশে কাজ বন্ধ রেখেছি।
এ ব্যাপারে ইউএনও আবুল হোসেন জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাই সবকিছু জানেন। তবে পুলিশি নির্দেশে কাজ বন্ধের ব্যাপারে তার হাত নেই বলে জানান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তথ্য দিতে গড়িমসি করলেও পটিয়া থানার এসআই কামাল উদ্দীন বলেন, ‘কাজটা এমপি সাহেব উদ্বোধন করবেন তো। ওই ব্যাটা (ঠিকাদার) না জানিয়ে কাজ শুরু করেছিল, তাই ওসি সাহেবের নির্দেশে কাজটা বন্ধ রাখতে ঠিকাদারকে আমি নির্দেশ দিয়েছি। ’
আমার দেশ থেকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।