আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনাথে এমপিকে কটুক্তি’র ঘটনায় আটক চার : ১৮ ঘন্টা পর মুক্তি

নাজমুল ইসলাম মকবুল

বিশ্বনাথে এমপিকে কটুক্তি’র ঘটনায় আটক চার : ১৮ ঘন্টা পর মুক্তি বিশ্বনাথে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ৪ যুবককে আটক করে ১৮ ঘন্টা পর গত শুক্রবার মুক্তি দেয়া হয়েছে। এদিকে এমপিকে কটুক্তি করার অভিযোগে ৪ যুবক আটক হওয়ার ঘটনায় উপজেলা জুড়ে দিনভর চলে তোলপাড়। জানাগেছে, গত বৃহস্পতিবার আওয়ামীলীগের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শনে আসেন। তিনি সন্ধ্যায় উপজেলা সদরের পুরান বাজার লতিফ উল্লাহ মার্কেটের সামনে আসলে তাকে ল করে কারা যেন কটুক্তিমূলক কথা বলে। এসময় দলীয় নেতাকর্মীরা ও পুলিশ গাড়ী থেকে নেমে ঐ যুবককে ধাওয়া করে।

পরবর্তীতে রাত ৮ টায় আবারো রামপাশায় একটি পূঁজামন্ডপে যাওয়ার পথে কাদিপুর নামক স্থানে পৌছলে কয়েকজন যুবক এমপির গাড়ী বহরকে ল করে কটুক্তিমূলক কথা বলে চিৎকার করতে থাকে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। কিন্ত এঘটনায় পুলিশ কর্মকর্তারা ভিন্নমত পোষন করে বলেন, এমপিকে কটুক্তির জন্য নয় রাস্তায় গুলমালের জন্য তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে সাংবাদিকদের নিকট আটককৃতরা বলেন, আমরা গতকাল রাস্তা দিয়ে গাড়ী বহর দেখে দামান (বর) বলেছি। দামা (বলদ) বলি নাই।

এসময় পুলিশ আমাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন বলেন, রাস্তায় গুলমালের কারণে তাদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে আটককৃতদেরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বিশ্বনাথে মোরগের লড়াই অনুষ্টিত বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মোরগের লড়াই অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম মন্ডলকাপন গ্রামের যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য মোরগের লড়াই অনুষ্টিত হয়।

বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক সংলগ্ন সেনারগাঁও নামক স্থানে এই মোরগের লড়াই প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। মোরগের লড়াই প্রতিযোগিতায় প্রায় ১৫/২০টি মোরগ অংশ গ্রহন করেছে বলে আয়োজক কমিটি জানিয়েছেন। লড়াইয়ে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় হরিকলস, সেনারগাঁও, ভোগশাইল, চান্দশীরকাপন, পশ্চিম মন্ডলকাপনসহ বিভিন্ন গ্রামের সৌখিন মানুষের মোরগ অংশ গ্রহন করে। মোরগের লড়াইয়ে পশ্চিম মন্ডলকাপন গ্রামের দিলোয়ারের মোরগ হরিকলস গ্রামের ছামিরের মোরগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই প্রতিযোগিতার আয়োজন করেন পশ্চিম মন্ডলকাপন গ্রামের দিলোয়ার, মনোয়ার, আশরাফুল, আক্তার, আবুল, আল-আমিন, মামুন, রফিক প্রমুখ। খেলা শেষে বিজয়ী মোরগ মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.