২০০৪ সাল এবং ২০১১ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন পর্যালোচনা করে লক্ষ্য করা গেছে পূর্ববর্তী নির্বাচন অপেক্ষা আওয়ামী লীগের ভোট এবং মেয়রের সংখ্যা বেড়েছে। বিএনপির দখলে থাকা ৬৫টি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। ভোট পর্যালোচনা করে দেখা গেছে-২০১১ সালের নির্বাচনে সারাদেশে মেয়র পদে বিএনপি অপেক্ষা আওয়ামী লীগ এক লাখ ৪৩ হাজার ২১৮ ভোট বেশি পেয়েছে। ২০০৪ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ১৬ লাখ ৬২ হাজার ৬২২টি। ৮৬টি পৌরসভায় জয়লাভ করেছিল আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা।
অন্যদিকে ২০১১ সালের অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৫২৮টি। আওয়ামী লীগ সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছে ১১৫টি পৌরসভায়। এ হিসেবে আওয়ামী লীগ ২০০৪ সাল অপেক্ষা ২০১১ সালের মেয়র নির্বাচনে এক লাখ ৯৪ হাজার ৯০৬ ভোট বেশি পেয়েছে। একইভাবে ২০০৪ সাল অপেক্ষা ২৯টি বেশি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছে।
অন্যদিকে ২০০৪ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল ১৮ লাখ ৩১ হাজার ২২টি।
আর ১৪২টি পৌরসভায় জয়লাভ করেছিল বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। অন্যদিকে ২০১১ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি ভোট পেয়েছে মোট ১৭ লাখ ১৪ হাজার ৪১০টি। বিজয়ী ৯ বিদ্রোহী প্রার্থীসহ বিএনপির সমর্থিতরা মেয়র নির্বাচিত হয়েছে ১০৫টি পৌরসভায়। এ হিসেবে বিএনপি ২০০৪ সাল অপেক্ষা ২০১১ সালের মেয়র নির্বাচনে এক লাখ ১৬ হাজার ৬১২ ভোট কম পেয়েছে। একইভাবে ৩৭টি পৌরসভায় মেয়র পদ হারিয়েছে।
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।