জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
গান গেয়ে বেশ নাম-ডাক করলেও আদনান সামি মূলতঃ খুব ভাল একজন পিয়ানোবাদক। ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল পিয়ানো দিয়েই। ১৯৯১-৯২ সালে প্রথম ক্লাসিক্যাল রেকর্ড Ecstasy বের হওয়ার পর উক্ত রেকর্ডের ১টি ট্র্যাক প্রতিদিনই স্যাটেলাইট টিভি "TV ASIA" তে Upcoming অনুষ্টানসূচীর গাইডের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজতো। যাইহোক, ১৯৯৭ সালে আশা ভোঁশলের সাথে তার গানের এলবাম Kabhi Tu Nazar Milao আদনানকে এতটাই সাফল্য এনে দেয় যে, একের পর এক চটুল গান গেয়ে ক্রমেই হয়ে উঠেন হাল আমলের একজন জনপ্রিয় গায়ক। আর পছনে ঢাকা পড়ে যায় তার পিয়ানিষ্ট পরিচয়টি। তো,সেই Ecstasy রেকর্ডটি সিডি আকারে বেরিয়েছে বছর দুয়েক আগে Rewind-Other side of Adnan sami শিরোনামে সিডি আকারে। উপমহাদেশের ক্লাসিক্যাল মিউজিকে পিয়ানোর ব্যবহারটা নেহাতই অল্প বিধায় এলবামটি সংগ্রহে রাখার মত একটা আইটেম।
ভৈরবী ধুন
Click This Link
ধুনঃ মিশ্র খামাজ
Click This Link
ধুনঃ পিলু
Click This Link
রাগ বৈরাগীঃwww.4shared.com/audio/Fg5P5Lax/01_Raga__Bairagi.html
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।