আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনে মেসি-নেইমাররা

এশিয়া সফরের শুরুতে শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি ফুটবল ক্লিনিকে কিছু সময় কাটায় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।
মেসি-নেইমারদের দেখতে পশ্চিম তীরের দুরা শহরে নতুন নির্মিত স্টেডিয়ামে হাজির হয় প্রায় ২৫ হাজার ভক্ত। সেখানে ফিলিস্তিনের প্রায় ৪০টি শিশুদের এক ঘণ্টাব্যাপী একটি ক্লিনিকে ফুটবলের কলা-কৌশল শেখান বার্সেলোনার খেলোয়াড়রা। এ সময় কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের বাইরেও অপেক্ষায় ছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী।
এর আগে বেথেলহেমে যীশু খ্রিষ্টের জন্মস্থান ও হেবরন শহর দেখতে গিয়েছিল বার্সেলোনা দল।

সেখানেও প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে বার্সেলোনার পতাকা হাতে জড়ো হয় হাজার হাজার মানুষ।
বেহেলহেমের ১৭ বছরের ফাদোয়া বরেন, "বার্সেলোনা, মেসি, জাভি, ইনিয়েস্তো ও নেইমারকে ফিলিস্তিনে দেখতে পাওয়াটা অসাধারণ। আজ আমার সৌভাগ্যের দিন। "
মৌসুম শুরুর আগে এশিয়া সফরে ফিলিস্তিন ও ইসরায়েলে যাত্রাবিরতি করেছে বার্সেলোনা। তেল আভিবেও ইসরায়েলি শিশুদের ফুটবলে দীক্ষা দেবে মেসির দল।


বেহেলহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করে বার্সেলোনা দলের খেলোয়াড়েরা। তেল আভিবে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস ও প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করবেন তারা।
সমান সংখক ইসরায়েলি ও ফিলিস্তিনি ফুটবলারদের একটি যৌথ দলের সঙ্গে খেলতে গত ফেব্রুয়ারিতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনা। কিন্তু প্রতিবেশী এই দুই দেশ শর্তে রাজি হয়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.