জানি কম বুঝি কম আওয়াজ দেই বেশি যাতে অন্য লোকে না বুঝে আমি জানি বুঝি কম।
এই মানুষ টিকে কি চেনা যায় ? ইনিই চার্লস স্পেন্সার চ্যাপলিন যাকে আমরা চার্লি চ্যাপলিন বলেই জানি । শুধু তার ক্ষেত্রেই বুঝি বলা যায় এলেন,দেখলেন এবং জয় করলেন । তিনি জন্মেছিলেন ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনের এক বস্তিতে । একটু বড় হতেই শুরু করেছিলেন অভিনয় যা তার পারিবারিক সূত্রেই পাওয়া ।
১৯১৩ সালে ভাগ্য পরিরর্নের জন্য পারি জমান আমেরিকায় ,১৯১৪ সালে ভাই সিডনিকে চিঠি লিখে জানালেন তিনি সিনেমায় নামছেন এবং তিনি যেন সিনেমায় নেমেই সিনেমাকে টেনে তুললেন শিল্পের পর্যায় ।
কি এমন ছিল চ্যাপলিনের ? কি সে জাদু ? তার আগেওতো অনেক কমেডিয়ান এসেছেন লোক হাসিয়েছেন ; এমন কি ব্যতিক্রম ছিলেন চ্যাপলিন ?
আসুন আমরা তা খুঁজে দেখি ।
পুশকিন বলেছেন, “রঙ্গমঞ্চে্র নাটকের জাদু আমাদের কল্পনার তিনটি তারে ঝুলছে । তার মতে তিনটি তার হলো, আট্টহাসি, দরদ আর ভয় ।
চ্যাপলিনের আসবার আগে এ তিনটির সামঞ্চস্যতা লক্ষ্য করা যায়নি, দেখা গেছে ভাড়ামো, কাস্টার্ড ছুড়ে মজা তৈরি ধরনের ছেলেখেলা যা সংযম বর্হিভূত ও অত্যন্ত নিচু শ্রেনীর আঁতলামি ।
অন্যদিকে চ্যাপলিন, Making a Living - Feb. 2, Kid Auto Races at Venice - Feb. 7, Mabel's,Strange Predicament - Feb. 9 Showers - Feb. 28,A Johnnie Film - March 2,Tango Tangles - March 9,Between His Favorite Pastime - March 16,Cruel, Cruel Love - March 26,The Star B oarder - April 4,Mabel at the Wheel - April 18‘Twenty Minutes of Love - April 20, Caught in a Cabaret - April 27, Caught in the Rain - May 4, A Busy Day - May 7,The Fatal Mallet - June 1, Her Friend the Bandit - June 4,The Knockout - June 11,Mabel's Busy Day - June 13, Laughing Gas - July 9,The Property Man - Aug. 1,The Face in the,Bar Room Floor- Aug. 10, Recreation - Aug. 18,The Masquerader - Aug. 27,His New Profession - Aug. 31, The Rounders - Sept. 7,The New Janitor - Sept. 24,Those Love Pangs - Oct. 10,Dough and Dynamite - Oct. 26,Gentlemen of Nerve - Oct. 29,His Musical Career - Nov. 7,His Trysting Place - Nov. 9, Tillie's Punctured Romance - Nov. 14,Getting Acquainted - Dec. 5,His Prehistoric Past - Dec.7 সিনেমাগুলো দ্বারা কল্পনার তার তিনটিকে জুড়ে দিলেন ।
এ সিনেমাগুলো দেখে দর্শক কখনও ভুলতে পারবেনা তার কমেডিতে সত্যিকারের নিষ্ঠুরতা এবং দুঃখজনক যন্ত্রনার উপস্থিতি ,তার অট্টহাস্য , দরদ সৃষ্টির প্রবনতা এবং একই সাথে আসন্ন অশনি সংকেতের মত ভয় সৃষ্টির ক্ষমতা । অথচ এসকল চলচ্চিত্র তার চলচ্চিত্রে পদার্পন মূলক চলচ্চিত্র কিন্তু তিনি এসকল চলচ্চিত্র গুলি দিয়েই চলচ্চিত্রের রূদ্ধ কন্ঠে ভাষার সঞ্চার করলেন ।
..............চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।