আমাদের কথা খুঁজে নিন

   

নারীরাও মা হয়!

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

মাধবী তুমি তোমার উপমা যেন আকাশে চাঁদ জ্যোৎস্নাবানে সিক্ত প্রেমিক মেটায় প্রেষণা স্বাদ। দেবী তুমি ভক্ত হৃদয় যাচে তোমার আশা প্রতি অঙ্গে বিলিয়ে দাও নিংড়ানো ভালবাসা। মাধুকরী তুমি পসরা সাজাও সহজাত বেসাতি কিনে ধন্য হোক নগন্য তোমার মোথিত মতি। তাপসী তুমি ধ্যান জ্ঞান কর হামেশা দেবতা চাই কত পতঙ্গ উড়ে উড়ে পড়ে তোমার আগুনে ছাই। উর্বসী তুমি চিরহরিৎ চিরউম্মুখ যেন সবাক প্রকৃতি ঘর পোড়া ঘর হারা খোঁজে তোমার বুকের বসতি। বিলাসী তুমি বসন্তে ফোটা যেন কোন কাননের ফুল ভ্রমরার মেলা কত খেলা কতক করে ভুল। বিনোদিনী তুমি কার ছেলে তোমার কোলে বলো সংসার বিহারী ভুলে ভ্রষ্ট সময় নষ্ট কষ্টে তোমার দিনগুজারী। মাগধি তুমি একালবেলা এবেলা ওবেলা তোমাকেই সইতে হয় দুর্জয় নারী তোমার জন্য বলি নারীরাও মা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।