So lately, been wonderin, who'll be there to take my place. When I'm gone, you'll need LOVE, to light the shadows on your face....If I could, then I'd, I will go wherever you will go.. Way up high, or down low, I will go wherever you will go...
মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীলীগ এর সম্পত্তি নয় বটে। কিন্তু রাজাকারদেরকে বিএনপি নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে, শুধু তাই নয়, একদম দুগ্ধপোষ্য শিশুর ন্যায় স্তন্যপান করিয়ে চলেছে! লালন করছে, পালন করছে, তোষণ করছে, ধারন করছে তাদের চেতনা, তালিয়া, তালিয়া! তারপরেও বলত নারাজ যে বিএনপি "দেশের সেই মেজো সন্তান, যে বখে গেছে!"
আওয়ামীলীগ গুলি করেছে। বাহ রে ভাই বাহ! এই পুলিশ বাহিনীকে যে পরিমানে প্রোভক করা হয়েছে সেটা ভেবে দেখার জন্যে কি মগজ ধার লাগবে? এটাকে গনহত্যা বলা হয়! কতিপয় উশৃঙ্খল ছাগু আন্দোলন এর নামে ধ্বংসজজ্ঞ চালাবে আর আঙ্গুল চুষে দেখে যাবে সবাই? একাত্তুরে নিলুফার এর তিন লক্ষ আদতে ওদের কাছে তিন চারজন নাকি যে এটি হয়ে গেলো গনহত্যা? ছাগু সরদার সাইদির ফাঁশির রায়ের আগেই এই প্রস্তুতি নেওয়া ছিল। রায়ের সাথে সাথেই দোকানপাট/বাড়িঘরে ভাঙচুর চালালো জামায়াত। এইটা প্রতিবাদ? প্রতিবাদী মিছিল? হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া? সাধারণ মানুষ ও পুলিশ পিটিয়ে হত্যাকে আন্দোলন বলে? তাইলে সেই আন্দোলনের গুষ্টিমারিনা!
সোজা কথা, বিশৃঙ্খলা করলে দমন করা হবে, এতে কাহিনী খুঁজে পেলে ময়না, আমিও তোমার কাহিনী জানি, ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট থিং টু হাইড!! আর নিজেরে বিম্পি বিম্পি করিওনা আর।
বাংলাদেশি হিসেবে তোমার লজ্জা না থাকতে পারে, আমার লজ্জা লাগে। অন্তত খালেদাজিয়া যেভাবে মাহচুদুর এর প্রসংশা করে সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে দেওয়ার জন্যে, যারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ পোষণ করে সেই বিএনপির মায়েরে বাপ। ফ্যাসিবাদ বলে মাহচুদুর সহ জামাতি এই প্রোপাগান্ডাকে, আওয়ামীলীগ এর "নাটক" আন্দোলনকেই যদি এতো ভয় লেগে গিয়ে থাকে তবে রাজনীতি ছেড়ে ছাগিয়তাবাদ চালিয়ে যাও, কিন্তু প্লিজ, নিজ ঘরে বসে, উইথ শাড়ি চুড়ি।
বাংলাদেশ এর সমগ্র বর্জ্য রাজনীতিকে মহাবিশাক্ত করে তোলার জন্যে বিএনপিকে ইতিহাস রাজাকারদের পোষক হিসেবেই মনে রাখবে। আগে ব্লগ ছিল না, ফেসবুক ছিল না।
সব রাখ ঢাক এর অনেক চেষ্টা হয়েছে, শহীদের সংখ্যাও নাকি নিলুফার এর মত অযোগ্য ছাগীর মুখে মুখে বদলে যায়! কিন্তু আজ আমরা আছি, এই তরুন প্রজন্ম, আরও অন্তত সামনে পঞ্চাশ বছর এই সব ইতিহাসের ও বর্তমানের চিহ্নিত ছাগিয়তাবাদকে বাংলার তরুন সমাজ ক্ষমা করবে না। আর হিসেব জানেন তো? আগামি দুই নির্বাচনের মধ্যেই "হার্ডকোর" ওল্ডগাইজ আর থাকছে না, তখন সবকিছু আমাদেরই হাতে, আর আমরা ভুলিনা, ভুলবো না।
বিএনপি আওয়ামীলীগকে বলে মুক্তিযুদ্ধের চেতনা ওদের সম্পত্তি নয়, মানি। কিন্তু রাজাকার বুকে ধরে, চুম্মা চাট্টি আর যাই হোক, মুক্তিযুদ্ধকে বুকে ধারন করা যায়না। শুধু বুকে হাত নিয়ে জানতে ইচ্ছা করে ত্রিশ নাকি তিন???
আজকের ভাষণ এর পরে একটা কথাই মনে হয় সবকিছু প্রকাশ করবে, আর জাতীয়তাবাদ কিভাবে ছাগিয়তাবাদ হয়ে গেল তাও প্রমান করেঃ
১৯৭১ সাল, মার্চ মাসঃ "শেখ মুজিবুর রহমান এর পক্ষে স্বাধীনতার ঘোষণা করলেন জিয়াউর রহমান।
"
২০১৩ সাল, মার্চ মাসঃ "জামায়াতের পক্ষে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বেগম খালেদা জিয়া। "
ছাগীয়তাবাদ জিন্দাবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।