ভূমিকা না করেই গল্প শুরু করা যাক...।
এক মন্ত্রী কনো একটা ভুলের ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে একদিন রাজার কাছে মাফ চাইলেন, রাজা তো রেগে মেগে অস্থির, তার পরো রাজা বলল তোমাকে এক শর্তে মাফ করতে পারি যদি তুমি আমার ৩ টা প্রস্নের সঠিক উত্তর দিতে পারো।
১। আমি কখন মারা যাবো.....??
২। পৃথীবির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে আমার কত দিন সময় লাগবে.....??
৩। তুমি যেই সময় আমাকে উত্তর দিবে ঠিক সেই সময় আমি কি ভাবতে থাকবো এবং কেন.....??
মন্ত্রীতো ভিশন্ডো বিপদে পরে গেলো...
সে রাজার কাছ থেকে ৩ মাস সময় নিলো, কিন্ত দেখতে দেখতে ৩ মাস প্রায় শেষের দিকে...
একদিন মন্ত্রীকে খুব চিন্তিতো দেখে এক রাখাল তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে...?? তখন মন্ত্রী রাখালকে সব খুলে বলল...
রাখাল মন্ত্রীর কথা শুনে বলল যে তার কাছে খুবি সহজ একটা বুদ্ধি আছে......
রাখালের বুদ্ধি অনুসারে মন্ত্রীর বেশ ধরলো রাখাল আর রাখালের বেশ ধরলো মন্ত্রী, তারপর দুইজন একসাথে রাজার কাছে গেলো, আর সাথে সাথেই রাজা মন্ত্রিকে তার প্রস্নের উত্তর দিতে বলল...
মন্ত্রীর বেশ ধরা রাখাল বলল রাজা মশাই আপ্নার প্রথম উত্তর হচ্ছে..
আপনি তখনি মারা যাবেন যখন আপনি আপনার শেষ নিশ্বাস ত্যাগ করবেন ।
মন্ত্রীর বেশ ধরা রাখালকে রাজা বলল খারাপ বলনি, এইবার ২ নম্বার টার উত্তর দাও...
২ নম্বার টার উত্তর হচ্ছে..
সূর্যাদয় থেকে যদি আপনি আপনার যাত্রা শুরু করেন এবং সূর্যের সাথে সাথে যদি আপনার যাত্রা চলতে থাকে তাহলে আপনার পৃথীবির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে আপনার ২৪ ঘন্টা সময় লাগবে।
রাজাতো ব্যাপক খুশি...বলতে লাগল একদম ঠিক বলেছ এই বার শেষ উত্তরটা দাও...
৩ নম্বার টার উত্তর হচ্ছে..
ঠিক এই সময় আপনি যা ভাবছেন তা হচ্ছে আমার চেহারাটা এমন লাগছে কেন...?? কয় দিন আগেওতো আমাকে কত মোটা, অন্ন রকম চেহারায় দেখেছিলেন্...আজ কেন আমাকে এই রকম দেখাচ্ছে...? রাজা সাথে সাথে বলল হ্যা হ্যা তাইতো..
মন্ত্রীর বেশ ধরা রাখাল বলল রাজা মশাই আমি আপনার মন্ত্রী নই আমি এক সামান্য রাখাল আর আমার পাশে রাখাল হয়ে যে আছে অই হচ্ছে আপানার মন্ত্রী।
রাখলের কথা শুনে রাজা খুবি খুশি হলো আর মন্ত্রীকে মাফ করে দিলো, সাথে সাথে রাখাল কেউ অনেক টাকা দিল.........
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।