আমাদের কথা খুঁজে নিন

   

খোলা বাজারে চিনির দাম এক টাকা কমল

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে টিসিবি প্রতি কেজি চিনির দাম এক টাকা কমিয়ে ৪৩ টাকায় বিক্রি করছে। বাজারে চিনির সরবরাহ ও দাম স্তিতিশীল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
চিনির পাশাপাশি প্রতি লিটার ভোজ্যতেল ১২১ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা এবং ছোলা ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা শহরের ২৫টি পয়েন্টে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া সারাদেশে প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। জেলা শহরগুলোতে ডিলারের পাশাপাশি ট্রাকেও বিক্রি হচ্ছে।
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে প্রায়ই বাজারে হস্তক্ষেপ করে সরকার। রোজা উপলক্ষ্যে গত ২৩ জুন থেকে ১৬ জুলাই এসব পণ্য বিক্রি করে টিসিবি। এরপর ১৫ দিন বিরতি দিয়ে ৩১ জুলাই থেকে ঈদের আগ পর্যন্ত আবারো বিক্রি শুরুর সিদ্ধান্ত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।