সরকার ঘোষনা দেবার সাথে সাথেই নানা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আড়িয়াল বিল নিয়ে, ...
কেউ কেউ বলছে আড়িয়াল বিলে এয়ারপোর্ট হোক আবার কেউ কেউ বলছে সেখানে এয়ারপোর্ট দরকার নেই..
তবে আমাদের আড়িয়াল বিল ও দরকার আছে আবার সেখানে আধুনিকায়ন ও দরকার আছে... আমাদের মতো বোকার হদ্দদের দেখা ছাড়া কিছুই করার নেই... কারন যদি আড়িয়াল বিল রক্ষা পায় তাহলে ও বলল ভালো হইছে.. আর যদি সেখানে এয়ারপোর্ট হয় তাহলে ও বলল ভালো হইছে...
:::::: তবে সরকার এই মুর্হুতে যা করতে পারে তা হলো ... আড়িয়াল বিলে এয়ারপোর্ট করা বাবদ সকল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের দাম কমিয়ে আনার জন্য যা করা দরকার তা করবেন , এবং সকল খাদ্য দ্রব্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে .. তাহলে দেখবেন তা নিয়ে কেউ মাথা ঘামাবে না....
আমি বোকা তো তাই আমার চাহিদার কথা বললাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।