আমাদের কথা খুঁজে নিন

   

আড়িয়াল বিলে বিমানবন্দর: থিংক পজিটিভলি

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

আড়িয়াল বিলে বিমানবন্দর হলে কি কি ভাবে দেশের জনগণ উপকৃত হতে পারে: পজিটিভলি যদি চিন্তা করি: ১. ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের ক্যাডার-ননক্যাডার এক শ্রেণীর মানুষের চাকুরীর সংস্থান হবে। তাদের আগামী চৌদ্দ পুরুষ সুখে শান্তিতে কাটাবে। কারণ, বিমান বন্দরের চাকুরী মানেই টাকাই টাকা।

২. নতুন বিমানবন্দরে চাকুরী পাবার জন্য সরকারের উপরের মহলে টাকার খেলা চলবে। মন্ত্রী-মিনিস্টাররাও বেশ ভাল কামিয়ে নিতে কামিয়াব হবেন। ৩. নতুন বিমানবন্দরের যাবতীয় সরঞ্জাম কেনার জন্য টেন্ডারসমূহ লাভ করবে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের ক্যাডার-ননক্যাডাররা। ৪. নতুন বিমানবন্দর সংলগ্ন জমি ব্যবসা, হোটেল ব্যবসা, রাস্তা-ঘাট নির্মাণ - সবই নিয়ন্ত্রণ করবে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের ক্যাডার-ননক্যাডার এবং বিশিষ্ট আওয়ামী ব্যবসায়ীগণ। ৫. জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নাম বদলে হযরত শাহজালাল (র: ) রাখার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর আক্রোশ কমে নাই।

কারণ ওই বিমান বন্দরে জিয়ার নাম বদলালেও পুরনো স্মৃতি থেকে গিয়েছে, যেগুলো মোছার কোন পন্থা মাননীয় প্রধানমন্ত্রীর জানা নেই। তাই, আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপন করে তিনি তার ব্যাক্তিগত ক্ষোভ মিটাতে সচেষ্ট। :-) ৬. বঙ্গবন্ধুর নামে কোন বিমানবন্দর না হলে দেশের ভাবমূর্তি খুন্ন হবে। এজন্যই দেশের মানুষের ক্ষতি করে হলেও বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর বানাতেই হবে। ৬. আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনে ভারত/আমেরিকার চাপ থাকতে পারে।

(ব্যাক্তিগত ধারণা থেকে বললাম, কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স-এর ভিতরেই আমরা ম্যাংগো জনগণ দিন কাটাচ্ছি) সবশেষ কথা: যতই চিল্লাচিল্লি করেন, লাভ নাই। হাসিনা বলছে, তার মানে ওইটা করবেই। তবে ভবিষ্যতে একটা স্বপ্ন দেখে বিভ্রান্ত হই আমি। হয়তো এই আড়িয়াল বিলের বিমানবন্দরের মাটির ওপর দিয়ে হেঁটেই আমি-আপনি বিদেশ ভ্রমণ করবো। তখন হয়তো এই বিমানবন্দরের চাকচিক্য দেখে ভুলে যাব, কত মানুষের কষ্টের জমির (যা তাদের থেকে হয়তো নাম মাত্র মূল্যে কেড়ে নেয়া হয়েছে) ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমাদের রক্তপানি করা ট্যাক্সের টাকা দিয়ে কত দুর্নীতির বিনিময়ে এই সুরম্য অট্টালিকার বিমানবন্দর।

বিচারের দাবীতে নিভৃতে কাঁদবে গরীবের আর্তি। মাননীয় প্রধানমন্ত্রী কি পারবেন তাদের বুকের চাপা কষ্টকে প্রশমিত করতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.