বিএনপির কিছু মাথা মোটা রাজনৈতিক যারা মনে করেছেন এতদিন কোথায় ছিল এই তরুনরা, যখন শেয়ার বাজারে কেলেংকারী হয়, সাগর-রুনি, বিশ্বজিত , পদ্মা সেতু ইত্যাদি ইত্যাদি। জি জনাব আপনাকেই বলছি যুদ্ধাপরাধীদের বিচার হলেই আওয়ামীলীগের সব ব্যার্থতা জায়েজ হয়ে যায়নি, বরং আগামিতে নির্বাচনে আওয়ামীলীগ যদি সুরঞ্জিত বাবু কিংবা আবুল হোসেন কে মননয়ন দেয় এদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা উজ্জল। কিন্তু তাদের ব্যার্থতার বিপরীতে বিরোধীদল হিসেবে সফলতা কি? না পেরেছেন সরকারের ব্যার্থতা জনগনের কাছে তুলে ধরতে না পারছেন নিজেদের অবস্থান তরুন প্রজন্মের পরিষ্কার করতে। শাহবাগে যখন আন্দোলন হয় আপনাদের এক নেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বললেন ট্রাইবুনাল ভেংগে দিতে হবে, একইদিন তরিকুল ইসলাম বলেন তারা ট্রাইবুনালের বিপক্ষে নন!! আসলে আপনাদের প্রকৃত অবস্থান কি? , সাত আট দিন পরে কি বুঝে আপনারা অবশেষে কোষ্ঠ কাঠিন্য রোগীর মত করে একটা বিজ্ঞপ্তি দিলেন আপনার এই আন্দোলন কে সমর্থন করেন। আসলে এ ছাড়া আপনাদের উপায়ও ছিলনা, কারন আপনারা যারা রাজনীতি করেন তারা ভালো করেই জানেন ভোটের হিসেব নিকেশ।
এরপরের অবস্থা আরো মর্মান্তিক আপনারা অভিযোগ করলেন ছাত্রলীগ দখল করে নিয়েছে, আমার প্রশ্ন ছাত্রদল কেন যায়নি আন্দোলনের নেত্রিত্ব নিতে? কারন আপনাদের গর্ভে জামায়াত লালিত হচ্ছে, ছাত্রদল শাহবাগ গেলে জামাতিরা নাখশ হবে এই তো? আপনাদের জন্য আর ও বিপদের কারন মাহমুদুর রহমান , জামাতের প্রচার সম্পাদকের পত্রিকার সম্পাদক তাই তিনি প্রথম দিনই শাহবাগের বিপক্ষে, আপনাদের বুদ্ধিজীবি সংকট আছে কিন্তু এই তৃতীয় শ্রেনীর ভাড় কে বুদ্ধীজীবি হিসেবে প্রতিষ্ঠার চেস্টা করবেন না, ফলাফল বিপরীত হবে। উনি আগেও আপনাদের জন্য বিপদের কারন ছিল, গত নির্বাচন নিয়ে আওয়ামীলীগ কারচুপির আভিযোগ করতে থাকা অবস্থায়, আপনাদের এই ভাড় আমলাদের নিয়ে ষড়যন্ত্র করার সময় মিডিয়ার কাছে ধরা খেয়ে যান, এবং আওয়ামীলীগ এর দাবীর সত্যতা প্রমান করেন। এবারো আপনাদের জন্য সুখকর কিছু আনতে পারবেন না। ম্যাডাম আগের সেই দিন আর নেই, দিন বদল হয়েছে, নিজেদের কে পরিবর্তন করুন একই ক্যাসেট বারবার বাজাবেন না। আওয়ামীলীগের যে রাজনৈতক ইতিহাস তাতে তাদের তোপের মুখে জামাত ধুলিকনার মত উড়ে যেতে পারে এবং আপনারা আম-ছালা কম্বল একসাথে হারাতে পারেন।
আদর্শ হীন এই দল নিয়ে আপনাদের উচ্ছাসার কোন সুযোগ নেই, বাংলাদেশে তারা স্বাধীনতা বিরোধী কিন্তু পাকিস্তানের তো আর স্বাধীনতা বিরোধী নয়। পাকিস্তানে তাদের অবস্থান কি? পাকিস্তানে তাদের অবস্থা আরো করুন নিজেদের অস্তিত্ব রক্ষা করছে পরগাছা হিসেবে। মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বিএনপি এর হাতে গড়া এই দলকে যুদ্ধাপরাদীদের প্রশ্রয় দানকারী দলের পরিচয়ের কলঙ্ক থেকে মুক্ত করতে পারলে ভোটের রাজনীতিতে আপনারা এগিয়েই থাকবেন, কোন সন্দেহ নেই। নিজেদের অবস্থান পরিবর্তন করুন না হলে ডাইনোসরের মত বিলুপ্ত হতে সময় লাগবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।