আড়িয়াল বিলের মানুষকে সরকার কি মনে করে আমাদের দেশের শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থাকতে আবার বিমান বন্দরের দরকার কী একটাই তো যথেষ্ঠ, ওনার কী দেশ থেকে পালাতে আলাদা বিমান বন্দর লাগবে নাকি? যে আড়িয়াল বিলে আবার বিমান বন্দর স্থাপন করতে চাচ্ছেন এই সরকার কী চায় প্রথম ক্ষমতায় এসে ই ঘড়ির কাটা নিয়ে কি যে একটা খেলাধুলা করেছে, গ্রামের বেশির ভাগ মানুষ ওনার বদৌলতে রোযা রাখতে ভ্যাবাচ্যাকা খেয়েছেণ, তারপর কত টাকা পয়সা খরচ করে বিমানবন্দরের নাম বদল, স্টেডিয়ামের নামবদল, এরপর আবার, এই সরকার আসা মাত্রই বিডিআর বিদ্রোহ শুরু হয়েছে, দ্রব্যমূল্যে তো সেই কবেই আগুন ধরিয়েছেন ওনার মন্ত্রীরা যখন মূখ দিয়ে বের করেন যে তেলের দাম কমবে তখন তেলে ঠাডা পরে, পেয়াজের কথা মূখে আনলে মানুষের পকেট পুরে যায় পেয়াজের আগুন লেগে, আলুর কথা বললে আলু বাংলাদেশ থেকে উধাও হয়ে যায় এর পর আবার কী করতে চাচ্ছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।