শনিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে খেলা শূরুর সাত মিনিটেই অতিথিদের এগিয়ে দেন লরেঞ্জো ইনসিগনে। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান গোরান পানদেভ।
দ্বিতীয়ার্ধে খেলা ফিরে আসে স্বাগতিকরা। ৭১ মিনিটে দর্শনীয় বাইসাইকেল কিকে গোল করেন অলিভার গিরড। আর ম্যাচ শেষের তিন মিনিট আগে লরেন্ত কোসসিয়েলনির গোলে সমতা ফেরায় আর্সেনাল।
এ ম্যাচে নাপোলির কোচ রাফা বেনিতেজ মাঠে নামান রিয়াল মাদ্রিদ আনা গনজালো হিগুইয়েন আর লিভারপুল থেকে ধারে আসা গোলরক্ষক পেপে রেইনাকে।
টুর্নামেন্টের অন্য ম্যাচে পেনাল্টি থেকে পাওয়া গোলে দিদিয়ের দ্রগবার দল গ্যালাতাসারাই হারায় পোর্তো। পেনাল্টি থেকে গোলটি করেন ফিলিপে মেলো।
ইউরোপে ফুটবল মৌসুম শুরুর আগে প্রীতি এ টুর্নামেন্টে জয়ের জন্য ২ পয়েন্ট আর ড্রয়ের জন্য ১ পয়েন্টের পাশাপাশি প্রতিটি গোলের জন্য ১ পয়েন্ট নির্ধারিত আছে।
রোববার টুর্নামেন্টের শেষ দিন নাপোলি খেলবে পোর্তোর বিপক্ষে।
আর গ্যালাতাসারাই মুখোমুখি হবে স্বাগতিক আর্সেনালের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।