বড় ধরনের বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে মিসর। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি নগরীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ।
বিক্ষোভ দমনে পুলিশকে সহায়তা করতে রাজধানী কায়রো ও সুয়েজ শহরের রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী। কায়রোসহ প্রধান তিনটি শহরে জারি করা হয়েছে কারফিউ।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাথর ছুড়ে পাল্টা আক্রমণ চালায়।
'তীব্র আন্দোলনের শুক্রবার' ঘোষণা দিয়ে বিক্ষোভে নেমেছে জনতা। "সরে যাও, সরে যাও, হোসনি মোবারক', বলে স্লোগান দিচ্ছে তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।